বাংলায় সিএএ হবেই, নবদ্বীপে হুঙ্কার শুভেন্দুর। এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 54 Second

মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নাম ভুল বলায় এবার নবদ্বীপের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিসর্জন দেওয়ার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার নবদ্বীপে মতুয়া মহাসংঘের এক সভায় যোগ দিয়ে শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের সামনেই শুভেন্দু বলেন, ‘মুখ্যমন্ত্রী যা বলেছেন তা ক্ষমার অযোগ্য। এই মুখ্যমন্ত্রী সনাতন সংস্কৃতিকে বরাবর অপমান করে। এটা ওনার অভ্যাসে পরিণত হয়েছে। ইনি পিতৃপক্ষে দুর্গা ঠাকুরের উদ্ধোধন করেন।’ এরপরই মমতাকে উদ্দেশ্য করে বিরোধী দলনেতা বলেন, ‘আপনি বলেন, ঠাকুরবাড়ির ঠাকুমার চিকিৎসা আপনি করিয়েছেন। এই ধরণের নীচ ভাষা, এই ধরণের ছোট মানসিকতা। মোটেই তা নয়, সরকারি টাকায় সরকারি হাসপাতালে চিকিৎসা হয়েছে, আপনার পাপের টাকায় চিকিৎসা হয়নি।’

এদিন মঞ্চ থেকে শুভেন্দু ডাক দেন, ‘আসুন সবাই মিলে শপথ গ্রহণ করি যিনি গুরুচাঁদ ঠাকুরকে অপমান করেছেন তাঁকে গণতান্ত্রিকভাবে আমরা বিসর্জন গিয়ে পশ্চিমবঙ্গের মাটিকে পবিত্র করব।’ এদিন সিএএ নিয়ে হুশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘ বাংলায় সিএএ কার্যকর হবেই, সিএএ কার্যকর হওয়া শুধু সময়ের অপেক্ষা।’ তাঁর কথায়, ‘প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ২০১৯ সালে ঠাকুরনগরে এসে যে কথা দিয়েছিলেন, তা মেনে লোকসভা ও রাজ্যসভায় সিএএ গৃহীত হয়েছে। আমরা সকলে প্রত্যাশায় রয়েছি, অপেক্ষায় রয়েছি, আইন তৈরির পর তা কার্যকরের প্রক্রিয়া কবে শুরু হবে!’শুভেন্দু এ-ও জানিয়েছেন, দেশের বাকি নাগরিকদের এই সমস্যার মুখে পড়তে হয় না।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

২০২৬-এর মধ্যেই দেশে বুলেট ট্রেন, আশ্বাস রেলমন্ত্রীর। এম ভারত নিউজ

দেশের গুরুত্বপূর্ণ দুই শহরের মধ্যে এই মেট্রো চালানো হবে

Subscribe US Now

error: Content Protected