অবশেষে আফগানিস্তান থেকে ১২০ জন ভারতীয়কে নিয়ে দেশে ফিরল ভারতীয় বিমান । প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে কাবুলে উপস্থিত দূতাবাসে ভারতীয় প্রতিনিধিদের ফিরিয়ে আনতে সি- ১৭ বিমান পাঠানো হয়েছিল। ইতিমধ্যেই গুজরাটের জামনগরে অবতরণ করেছে সেই বিমানটি। জানা যাচ্ছে তালিবানদের ওই ভয়াবহ অত্যাচারের হাত থেকে ভারতীয় নাগরিকদের বাঁচাতে সচেষ্ট হয়েছিলেন আইটিবিপি জওয়ানরা। আজ তাদের তত্ত্বাবধানেই ভারতীয় আধিকারিকদের ফেরানো হল এদেশে। আজ সকালেই এ প্রসঙ্গে এমইএ-র মুখপাত্র অরিন্দম বাকচি জানিয়েছেন, ‘আফগানিস্তানের বিদ্যমান এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।কাবুলে উপস্থিত ভারতীয় কর্মীরা দ্রুত ভারতে ফিরে যাবেন।

তবে শুধু ভারতীয়ই নয়, পাশাপাশি ভারতের মুখাপেক্ষী হওয়া সমস্ত সাহায্যপ্রার্থী মানুষদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এমই এর মুখপাত্র অরিন্দম বাকচি। তিনি বলেন , ” ভারতীয়রা যুদ্ধবিধ্বস্ত দেশ ত্যাগ করতে ইচ্ছুক “। পাশাপাশি শিখ এবং হিন্দুদের প্রত্যাবাসের সুবিধাও দেওয়া হবে ভারত সরকারের তরফে। তাই নয় পাশাপাশি ভারতীয় সরকারের তরফে সে দেশে উপস্থিত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এবং আফগানিস্তানের প্রতি আমাদের স্বার্থ নিশ্চিত করণের জন্য পদক্ষেপ নেবে সরকার। তিনি আরও বলেন, “বেশ কয়েকজন আফগান বাসিও রয়েছেন যারা আমাদের পারস্পারিক উন্নয়নমূলক এবং শিক্ষা মূলক কাজের সঙ্গে সর্বদাই যুক্ত ছিলেন । আমরা তাঁদের পাশে থাকার বিষয়ে আশ্বস্ত করছি ।