মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি স্বত্তেও নিয়োগ নেই টেট-এ । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:1 Minute, 49 Second

২০১৪সালে টেট এ উত্তীর্ণ হওয়া স্বত্তেও প্রার্থীরা এখনো চাকরি পায় নি। এই কারণেই এদিন বিক্ষোভে ফেটে পড়ে তাঁরা। সল্টলেকের এপিসি ভবনের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ করে টেট দেওয়া প্রার্থীরা।
সূত্রের তরফে জানা যায় বৃহস্পতিবার প্রার্থীরা বিক্ষোভে সামিল হয় কয়েশো চাকরি নিয়োগ কেন এখনো হয়নি এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন তোলে। তাদের অভিযোগ ছিল ২০১৪ সালে তাঁরা টেট পরীক্ষা দেয় কিন্তু এখনো চাকরি পায় নি। পাশাপাশি এদিন তাদের অভিযোগ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ২০১৪-র ২০হাজার মতো প্রার্থীদের ধাপে ধাপে নিয়োগ করা হবে। কিন্তু এখনো নিয়োগ করা হয়নি।
এতজন প্রার্থীর ভবিষ্যত কি?তারা কি আশায় বসে থাকবে? এদিন এ কারণে তারা তাঁদের অভিযোগ নিয়ে সল্টলেকে এসিসি ভবনের সামনে বিক্ষোভে ফেটে পড়েন।
পাশাপাশি তাঁরা দাবী করেন অবিলম্বে তাঁদের যোগ্য পদে নিয়োগ করা হোক। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি স্বত্তেও কেন তাঁরা চাকরি পান নি তাই তাঁরা ক্যামেরার সামনে তুলে ধরেন বিষয়টি।
এরপর ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গিয়ে সবটা সামাল দেয়। করোনা আবহে এই ঘটনা নড়েচড়ে বসেছে প্রশাসন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

টিকা না নেওয়া ব্যক্তিদেরই অক্সিজেনের প্রয়োজন । এম ভারত নিউজ

মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন এর কমিশনার ইকবাল চাহাল জানিয়েছেন, কোভিডের টিকা নেওয়া থাকলে ওমিক্রনের বিরুদ্ধে লড়াই করা অনেকটাই সহজ হয়ে যাচ্ছে। জানা যাচ্ছ যে অধিকাংশই যারা একটি ও টিকা নেননি তাঁদের অক্সিজেনের প্রয়োজন হয়েছে। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই মহারাষ্ট্র, বিশেষত মুম্বইয়ে লাফিয়ে বেড়েছে সংক্রমিতের সংখ্যা।পাশাপাশি বেশী আক্রান্ত হচ্ছে […]

Subscribe US Now

error: Content Protected