ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত, নন্দিনীর পর এবার সরলেন প্রেস সচিব। এম ভারত নিউজ

admin

একই কায়দায় গত ফেব্রুয়ারি মাসে রাজ্যপাল তাঁর প্রধান সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিয়েছিলেন। সেই ঘটনা নিয়েও টানাপড়েন চলেছিল নবান্ন-রাজভবনের মধ্যে।

0 0
Read Time:3 Minute, 1 Second

নিজের প্রেস সচিব শেখর বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নবান্নের সঙ্গে রাজভবনের দূরত্ব কি আরও বাড়তে চলেছে? একই কায়দায় গত ফেব্রুয়ারি মাসে রাজ্যপাল তাঁর প্রধান সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিয়েছিলেন। সেই ঘটনা নিয়েও টানাপড়েন চলেছিল নবান্ন-রাজভবনের মধ্যে। রাজ্যপালের প্রেস সচিব পদে শেখরকে পাঠানো হয়েছিল তথ্য সংস্কৃতি দফতর থেকে। তিনি আবারও সেই দায়িত্বেই ফিরে গিয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর।

উল্লেখ্য,পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যপালের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল বার বার। কখনও রাজভবনে শান্তিকক্ষ তৈরি করা, কখনও আবার প্রাক্তন বিচারপতির নেতৃত্বে শান্তি সম্প্রীতির কমিটি গঠনের মতো সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের সঙ্গে চরম বিবাদ হয়েছে রাজ্যপালের। তার ওপর পঞ্চায়েত ভোটের সন্ত্রাসকবলিত এলাকা পরিদর্শনে যাওয়া থেকে শুরু করে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের প্রশাসনিক কাজকর্ম নিয়েও প্রশ্ন তুলেছিলেন বোস। পাল্টা রাজ্য সরকারের মন্ত্রীরাও আক্রমণ শানিয়েছিল রাজ্যপালকে। এই আবহে রাজ্য সরকারের মনোনীত প্রেস সচিবকে সরিয়ে নবান্নকে কি কড়া বার্তা দিতে চাইছেন বোস?

পঞ্চায়েত ভোটের পরেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন রাজ্যপাল বোস। আর তার পরেই প্রেস সচিবকে অব্যাহতি দেওয়া নিয়ে রাজভবনের কি কোনও অভ্যন্তরীণ সমীকরণ কাজ করেছে? তা নিয়ে আলোচনাও শুরু হয়েছে রাজনৈতিক থেকে প্রশাসনিক মহলে। উল্লেখ্য, চলতি বছর জানুয়ারি মাসে নবান্নের পাঠানো তিনটি নামের মধ্যে থেকে শেখরকে নিজের প্রেস সচিব হিসাবে নিজেই বেছে নিয়েছিলেন বোস। তাই হঠাৎ তাঁকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'বাংলার সরকার যে কোনও সময়ে পড়ে যেতে পারে', কীসের ইঙ্গিত? মন্তব্যে সুকান্তর। এম ভারত নিউজ

শনিবারই শান্তনু ঠাকুর কিছুটা হুঁশিয়ারির সুরে বলেছিলেন, "আমি গ্যারান্টি দিচ্ছি পাঁচ মাসের মধ্যে এই রাজ্যের সরকার পড়ে যাবে।

Subscribe US Now

error: Content Protected