বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে উত্তপ্ত জাতীয় সড়ক । এম ভারত নিউজ

user
1 0
Read Time:2 Minute, 6 Second

নিজস্ব সংবাদদাতা; পূর্ব মেদিনীপুর:
বেলাগাম বেড়ে চলেছে বাস ভাড়া। আর এবার সেই বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন নিত্যযাত্রীরা। করোনাকালীন কঠিন পরিস্থিতির জেরে ক্রমাগত নাজেহাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ। সেই পরিস্থিতিতে বেড়ে চলেছে পেট্রোলের দাম। যার ফলে স্বভাবতই বেড়ে চলেছে বাস ভাড়া। রাজ্য সরকারের তরফ থেকে বাস ভাড়া বৃদ্ধির অনুরোধে অনুমোদন না দেওয়া হলেও বেসরকারি সংস্থার মালিকেরা নিজেদের ইচ্ছেমত বাস ভাড়া বৃদ্ধি করে চলেছেন। এদিকে চলছেনা লোকাল ট্রেন ।

যার ফলে স্বভাবতই বাস ছাড়া আর কোন উপায় নেই নিত্যযাত্রীদের। আর সেখানেই অতিরিক্ত বাসের ভাড়া নেওয়ার অভিযোগে আজ সকালে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল নিত্যযাত্রীরা।প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, প্রায় দীর্ঘক্ষণ চলে এই অবরোধ। এই অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছিল জাতীয় সড়ক জুড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে কোলাঘাট থানার পুলিশ গিয়ে অবরোধকারি দুই জনকে আটক করেছে। মূলত লোকাল ট্রেন বন্ধের জেরে নাজেহাল নিত্যযাত্রীরা। এর মধ্যে আবার বিভিন্ন বাস প্রাপ্য ভাড়া ছেড়ে অতিরিক্ত ভাড়া দেওয়ার অভিযোগ করেন। আর তারই জেরে পথ অবরুদ্ধ করে বলে জানান অবরোধকারীরা।

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের বিজেপিতে ভাঙ্গন ধরিয়ে তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিধায়ক । এম ভারত নিউজ

ফের বিজেপিতে ভাঙ্গন ধরিয়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপি বিধায়ক। জানা যাচ্ছে , মুকুলের পথ ধরেই তৃণমূলে যোগদান করলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। জানা যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরেই আজ তৃণমূলে যোগদান করেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা নির্বাচন ২০২১ এ বিপুল ভোটে জিতে সরকার গঠনের স্বপ্ন দেখেছিল বিজেপি। বলেছিলেন […]
News_1078

Subscribe US Now

error: Content Protected