ঐন্দ্রিলা ভালো নেই, শারীরিক অবস্থার আরও অবনতি। এম ভারত নিউজ

Mbharatuser

সব্যসাচী সবাইকে ঐন্দ্রিলার জন্য আলৌকিক প্রার্থনা করতে অনুরোধ করেন যাতে তিনি সেরে ওঠেন।

0 0
Read Time:4 Minute, 40 Second

ক্রমশই অবনতি হচ্ছে ঐন্দ্রিলার শারীরিক অবস্থা। খুবই সঙ্কটজনক অবস্থায় তিনি। বহু দিন ধরেই তিনি ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন তিনি। কয়েকদিন আগে হঠাৎ করে ব্রেইন স্ট্রোক হয় তাঁর। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। আজ প্রায় ১৩ দিন ধরে সেখানে রয়েছেন তিনি। অভিনেতা সব্যসাচী চৌধুরী গোড়া থেকেই দেখভাল করছেন ঐন্দ্রিলার। প্রেমিকার এই জীবনযুদ্ধে সবসময়ই তিনি তাঁর পাশে আছেন ছায়াসঙ্গীর মতো। এরকম ভালোবাসা খুবই নজিরবিহীন। সোমবার ঐন্দ্রিলাকে নিয়ে ফেসবুকে সব্যসাচী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তিনি সবাইকে ঐন্দ্রিলার জন্য আলৌকিক প্রার্থনা করতে অনুরোধ করেছিলেন যাতে আলৌকিকভাবে তিনি সেরে উঠতে পারেন। যে সব্যসাচী বার বার ঐন্দ্রিলার লড়াইয়ের কথা লিখছিলেন, ভুয়ো খবর ছড়িয়ে পড়ার কারণে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করতেন, সেই সব্যসাচীই এবার প্রার্থনার কথা লিখছেন। এতে ঐন্দ্রিলার ভক্তদের দুশ্চিন্তা অনেকটাই বেড়ে গিয়েছে।

এই মুহূর্তে ঐন্দ্রিলা কোমায় রয়েছেন। ভেন্টিলেটরে লাইফ সাপোর্টের দ্বারা রাখা হয়েছে তাকে। তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা আরও জানিয়েছেন যে, সংক্রমণ কমছে না ঐন্দ্রিলার। সেটা নিয়েই দুশ্চিন্তা। বার বার জ্বর আসছে। এমনকী নতুন অ্যান্টিবায়োটিকের কোর্সও শুরু করা হয়েছে তাঁর শরীরে। ঐন্দ্রিলাকে রাখা হয়েছে কড়া পর্যবেক্ষণে। তবে এখনও ভেন্টিলেশনেই রয়েছেন অভিনেত্রী। গত সোমবার ফেসবুক পোস্টে সব্যসাচী জানিয়েছিলেন, ‘ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে পেরেছেন ঐন্দ্রিলা। আগের থেকে তাঁর শ্বাসক্রিয়া অনেকটাই স্বাভাবিক হয়েছে, রক্তচাপও মোটামুটি স্বাভাবিক এখন। জ্বরও আসতে আসতে কমছে’। সব্যসাচীর এই পোস্টে কিছুটা স্বস্তির খবর পেয়েছিল ঐন্দ্রিলার অনুরাগীরা। তবে গত বুধবার ফের ঐন্দ্রিলার শরীরে সংক্রমণ ধরা পড়ে।

সম্প্রতি ঐন্দ্রিলাকে নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তাতে ক্ষিপ্ত হয়ে ফেসবুক পোস্টে সব্যসাচী লিখেছিলেন, “আমার আজকাল কিছুই লিখতে ইচ্ছা করে না, কিন্তু আজ কিছু মানুষের বর্বরতা দেখে লিখতে বাধ্য হলাম। কয়েকটা ভুয়ো ভিডিও বানিয়ে পয়সা রোজগার করা অত্যন্ত ঘৃণ্য মানসিকতার কাজ বলে আমি মনে করি, সেটা যে ওর বাড়ির লোকের মনে কতটা প্রভাব ফেলছে তা হয়তো আপনারা বুঝবেন না। আমার চোখে ওর স্বাস্থ্যের অবনতি ঘটেনি, অবনতি ঘটেছে মানবিকতার।” এরপরই আবার তিনি লেখেন, “‘ভাল আছে’ বলতে আমার ভয় লাগে, কিন্তু ঐন্দ্রিলা আছে। প্রচণ্ডভাবে আছে। আমার সামনে শুয়ে থেকেও হয়তো কয়েক হাজার মাইল দূরে আছে কিন্তু একদিন ঠিক ফিরে আসবে। ওর একা থাকতে বিরক্ত লাগে।” বহুদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ঐন্দ্রিলা। দুই দুই বার এই মারণ রোগ থাবা বসিয়েছে তাঁর শরীরে। আর দু’বারই ক্যানসারকে হার মানিয়েছেন তিনি। তবে এইবার আবার নতুন করে সংক্রমণ তাঁর শরীরে। রোগ যেন একটুকুও স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিচ্ছে না অভিনেত্রীকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শুরু হচ্ছে বাঙালির উত্তেজনা, শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। জেনে নিন সময়সূচী। এম ভারত নিউজ

২০ই নভেম্বর থেকে শুরু হতে চলেছে ফুটবলের সবথেকে বড় মহারণ ‘ফিফা বিশ্বকাপ ২০২২’। এবারের বিশ্বকাপের আয়োজক দেশ হল কাতার।

Subscribe US Now

error: Content Protected