এমন ঘটনা ৭৫ বছরে ঘটেনি : সিংভি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 7 Second

নারদা মামলার শুনানি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে । হেভিওয়েট আইনজীবীরা লড়ছেন মামলা । ইতিমধ্যেই দুই পক্ষের তরফে বেশ কিছু গুরুত্বপূর্ণ সওয়াল-জবাব তুল ধরা হয় । যার মধ্যে তৃণমূলের আইনজীবী অভিষেক মনু সিংভির মন্তব্য তুলে ধরতেই হয় । তিনি বলেন, এমন ঘটনা তিনি নাকি আজ অবধি দেখেননি । না জানিয়ে এমন মামলা করতে পারে না সিবিআই, জানানো হচ্ছে যে কোনো উদ্দেশ্যই অভিযুক্তদের জেলে ঢোকানোর চেষ্টা করে চলা হচ্ছে সিবিআই তরফ থেকে। পাশাপাশি বলা যাচ্ছে এইভাবে জামিনের উপর স্থগিতাদেশ দেওয়া যায় না। সিআরপিসি ৪০৭ নম্বর ধারা দেওয়া উচিত হয়নি, করোনার এই মহামারী কালে এইভাবে আটকে রাখা যায়না। পাশাপাশি আদালতকে বিভ্রান্ত করে জামিনের স্থগিতাদেশ আদায় করেছে সিবিআই বললেন অভিষেক মনু সিংভি । রীতিমত তথ্য যুদ্ধ চলছে অভিষেক মনু সিংভি এবং সিবিআই এর তরফের আইনজীবী তুষার মেহতার মধ্যে । অভিষেকের কথায়, এই গ্রেফতারি ভোটে হারার তীব্র প্রতিক্রিয়া, এমনকি রাজ্যপালের অনুমোদনও নাকি বেআইনি, বিধানসভার অধ্যক্ষের অনুমোদন নেওয়া উচিত ছিল । এরপরে হাইকোর্টের তরফ থেকে অভিযুক্তরা কি সহযোগিতা করেনি তদন্তে ? এমন প্রশ্ন করায় তার জবাবে সিংভি বলেন, অভিযুক্তদের কোন নোটিশ দেয়নি সিবিআই, বিশেষ আদালত কোন সমস্যার কথাও জানাননি বললেন । পালটা তুষার বলেন, শুনানির সময় আইনমন্ত্রী ও সমর্থকরা আদালত চত্বরে ছিলেন, যা অনুচিত ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নারদা মামলা : আজকের মত শুনানি শেষ, মিললনা জামিন । এম ভারত নিউজ

আজ হাইকোর্টে নারোদা মামলার প্রথম দফা শুনানি শেষ হল ইতিমধ্যেই । পরবর্তী শুনানির সময় জানানো হয়েছে আগামীকাল দুপুর দুটোয়। সুতরাং আরও একদিন জেলে থাকতে হবে এই চার হেভিওয়েট নেতাকে। প্রসঙ্গত উল্লেখ্য আজ দুপুর দুটো থেকে শুরু হয়েছে মামলার শুনানি এবং সেখানেই উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে চলে তথ্য যুদ্ধ। আর এই […]

Subscribe US Now

error: Content Protected