রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় । জানা যাচ্ছে আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ রাজভবনে গিয়ে প্রায় দু’ঘণ্টা পরে সেখান থেকে বের হন তিনি। যদিও ঠিক কি বিষয় নিয়ে এই সাক্ষাৎ তা সম্পর্কে এখনও পর্যন্ত কোন বিশেষ তথ্য প্রকাশ করেননি ,এছাড়া এ বিষয়ে মুখ খোলেননি তাঁদের মধ্যে কেউই। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে শেষবারের মত রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা হয়েছিল বিধানসভা অধিবেশন শুরুর দিনেই এবং সেখানে নিজের বক্তব্য শেষ না করেই বেরিয়ে আসতে হয়েছিল তাঁকে।

রাজ্যে তৃতীয় বার ক্ষমতায় আসার পর বিধান পরিষদ গঠন করার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত তাই নিয়েই আজকের বৈঠকে আলোচনা করেছেন তাঁরা।এছাড়াও বিধানসভায় মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করার প্রতিবাদে গতকালই রাজভবনে গিয়ে নালিশ জানিয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারীরা। জানা যায় আজ নবান্নতে একটি করোনা বিধি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর সেখান থেকে বেরিয়ে সোজা তিনি রাজভবনের উদ্দেশ্যে রওনা হন।