শ্রীলঙ্কায় ধারাভাষ্য করতে গিয়ে সমালোচনার মুখে দীনেশ কার্তিক । এম ভারত নিউজ

user 2
0 0
Read Time:2 Minute, 13 Second

শ্রীলংকা বনাম ইংল্যান্ড সিরিজের ধারাভাষ্য করতে গিয়ে তীব্র সমালোচিত হতে হল ভারতের অন্যতম বুদ্ধিদীপ্ত কমেন্টেটর দীনেশ কার্তিককে। জানা যায় শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড সিরিজে ধারাভাষ্য করতে গিয়ে এক বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে ,তিনি নারীবিদ্বেষী কমেন্ট্রি করেছেন। সেখানেই একসময় খেলোয়াড়দের ব্যাট পরিবর্তন নিয়ে কমেন্ট্রি করতে গিয়ে তিনি বলে ওঠেন, ” ব্যাটসম্যান এবং তাঁদের ব্যাট পছন্দ না হওয়া এটা যেন হাতে হাত দিয়ে চলা। বেশিরভাগ ক্ষেত্রে ব্যাটসম্যানদের নিজেদের ব্যাট পছন্দ হয় না। তাদের সব সময় অন্যের ব্যাট ভালো লাগে। ভালো ব্যাট পর স্ত্রীর মত, তাঁদের সব সময় ভালো লাগে। “

তারঁ মন্তব্য সামনে আসার পর থেকেই ইতিমধ্যেই এর তীব্র বিরোধিতা করেছেন তাঁর বেশ কয়েকজন অনুগামী। কেউ আবার বলছেন ,”দীনেশ কার্তিক একজন বুদ্ধিদীপ্ত কমেন্টেটর, আশা করছি তিনি এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। “প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ধারাভাষ্য করতে গিয়েছিলেন দীনেশ কার্তিক । জানা যায় তাঁর জীবনের প্রথম ধারাভাষ্য ছিল সেটি। একজন মেধাবী ছাত্রের মত জীবনের প্রথম পরীক্ষায় ভিশন সফলতা অর্জন করেন তিনি। ফ্যান ফলোইং বাড়তে থাকে মুহূর্তে। নিজের অসাধারণ বুদ্ধিদিপ্ততা দিয়ে মাতিয়ে রেখেছিলেন গোটা ময়দানটাকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আইনজীবীদের গায়ে হাত দিলেই হতে পারে কড়া শাস্তি । এম ভারত নিউজ

আইনজীবিদের সুরক্ষা দিতে এবার নয়া প্রয়াস বার কাউন্সিলের। মূলত দেশের বর্তমান পরিস্থিতিতে ডাক্তারদের পাশাপাশি আইনজীবীদেরও নিগ্রহ হতে হচ্ছে। আর এবার সেই আইনজীবিদের সুরক্ষা দিতে সরকারের কাছে আবেদন জানাল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। জানানো যাচ্ছে ইতিমধ্যেই এই বিলের খসড়া সর্বসমক্ষে নিয়ে এসেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সাত সদস্যের কমিটি। সাত সদস্যের […]
news_70

Subscribe US Now

error: Content Protected