0
0
Read Time:1 Minute, 8 Second
বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযানে হাওড়া ময়দান এলাকা থেকে বলবিন্দর সিং নামে এক ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ওই ব্যক্তি বিজেপি যুব মোর্চার নেতা প্রিয়াংগুর দেহরক্ষী তিনি। পুলিশের দাবি, মিছিলে অশান্তি পাকাতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করায় তাকে গ্রেফতার করেছে। যদিও বিকেলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে। দিলীপ ঘোষের এই মন্তব্যের কিছু পরেই হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়, অস্ত্রের লাইসেন্স থাকলেও তা জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার বাইরে ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। ফলে ওই অস্ত্র নিয়ে পশ্চিমবঙ্গে আসা বেআইনি।