নন্দীগ্রাম মামলায় নয়া নির্দেশিকা হাইকোর্টের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 36 Second

নন্দীগ্রাম মামলায় নয়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জানা যাচ্ছে এই মামলার শুনানি এবং রায় প্রকাশ না হওয়া পর্যন্ত সমস্ত রকম নথি সংগ্রহের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রাম মামলায় মূল অভিযুক্ত হিসেবে শুভেন্দু অধিকারীকেই ধরা হয়েছে । মমতা বন্দোপাধ্যায়ের করা এই মামলার ভিত্তিতে প্রথমেই হাইকোর্টে একটি নোটিশ পাঠানো হবে শুভেন্দু অধিকারীর কাছে । তাছাড়াও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের কাছে একটি করে নোটিশ পাঠানো হবে।

প্রসঙ্গত উল্লেখ্য বিধানসভা নির্বাচন ২০২১ এ নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেখানে ভোটের ফল প্রকাশের দিন, ফলাফল অনুসারে জানতে পারা যায় শুভেন্দু অধিকারীর কাছে খুব সামান্য ভোটে পরাজিত হয়েছিলেন তিনি । সেক্ষেত্রে বারংবার ভোট গণনায় কারচুপির অভিযোগ নিয়ে আসেন তিনি। বর্তমানে বিচারপতি শম্পা সরকারের এজলাসে চলছে এই মামলার শুনানি। যদিও সর্বপ্রথম এই মামলাটির বিচার পতি কৌশিক চন্দ্রের এজলাসে চলছিল। তবে বিজেপির ঘনিষ্ঠ হওয়ার অভিযোগে সেই মামলা ছেড়ে দেন তিনি ।হাইকোর্টে তরফে নির্দেশ দেওয়া হয়েছে, এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সমস্ত নথি পত্র এবং ভিডিও ফুটেজ গুলি সংগ্রহ করে রাখার জন্য। প্রসঙ্গত উল্লেখ্য বিধানসভা নির্বাচনের সময় ভোট গণনা কেন্দ্রগুলিতে প্রত্যেকটিতেই সিসিটিভি ইন্সটল করা হয়েছিল। সেক্ষেত্রে সিসিটিভির ফুটেজ গুলো চেক করা হতে পারে, বলে জানা যাচ্ছে। এছাড়া এই মামলার পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে আগামী ১২ ই আগস্ট।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দ্রুত উপনির্বাচন চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল । এম ভারত নিউজ

আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। জানা যাচ্ছে রাজ্যে দ্রুত উপনির্বাচন চেয়ে আজ দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। মূলত বিধানসভা নির্বাচন ২০২১ এর পর রাজ্যের খরদা ,ভবানীপুর সহ ৭ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করতেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন তাঁরা । জানা যাচ্ছে নির্বাচন […]
politics_139

Subscribe US Now

error: Content Protected