অবশেষে বাড়ি ফিরলেন সুব্রত মুখোপাধ্যায় । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 9 Second

এসএসকেএম থেকে সুস্থ হয়ে বালিগঞ্জের বাড়িতে ফিরলেন নারদা কান্ডের ধৃত সুব্রত মুখোপাধ্যায়। আজ সন্ধ্যেয় হাসপাতাল থেকে ছুটি পেয়ে পুলিশের গাড়িতে করেই প্রেসিডেন্সি জেলে যান তিনি। সেখানেই প্রয়োজনীয় জরুরী কাগজের কাজকর্ম সেরে বালিগঞ্জের বাড়িতে ফেরেন তিনি। তবেই হাইকোর্টের নির্দেশ অনুসারে বর্তমানে গৃহবন্দি অবস্থায় থাকতে হবে তাঁকে। হিসেব বলছে আজ থেকে ঠিক ৯ দিন আগে গ্রেফতার হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়কে।

প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই রিস্ক বন্ডে সই করে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন নারদা কান্ডের আরেক অভিযুক্ত শোভন চট্টোপাধ্যায়। তবে এসএসকেএমের চিকিৎসারত তিন হেভিওয়েটের মধ্যে এখনও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন মদন মিত্র। উল্লেখ্য কিছুদিন আগেই নারদা কান্ডে ধৃত এই চার অভিযুক্তকেই একই দিনে গ্রেফতার করা হয় সিবিআইয়ের তরফ থেকে। তারপরই প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হলে দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তিন হেভিওয়েট নেতার। সেখান থেকেই এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। আজ শারীরিক অবস্থা বেশ কিছুটা স্থিতিশীল থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে ছুটি দেওয়া হয় সুব্রত মুখোপাধ্যায়কে।হাসপাতাল ছাড়ার আগে মদন মিত্রের সঙ্গে দেখা করে প্রেসিডেন্সি জেলের উদ্দেশ্যে রওনা হন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আগত ঘূর্ণিঝড় নিয়ে রাজ্যের প্রস্তুতি কেমন ?দেখে নিন । এম ভারত নিউজ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় “যশ”,রাত পোহালেই উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। আমফানের তাণ্ডবের পর শিক্ষা নিয়ে আগাম প্রস্তুত রাজ্য সরকার। সর্বশেষ আপডেট অনুসারে দীঘা থেকে যশের দূরত্ব ২৪০ কিলোমিটার। গত ৬ ঘন্টায় যশের গতিবেগ বৃদ্ধি পেয়ে হয়েছে ১৫ কিলোমিটার/ ঘন্টা। সর্বোচ্চ ১৮৫ কিমি বেগে কাল বেলা ১২টায় আছড়ে পড়বে বালেশ্বরের কাছে। পূর্ব […]

Subscribe US Now

error: Content Protected