0
0
Read Time:1 Minute, 12 Second
প্রয়াত বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা। বৃহস্পতিবার ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। বেশ কয়েক বছর ধরেই তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। ১০ অক্টোবর তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। বিধানসভার ডেপুটি স্পিকার হায়দার আজিজ সফির মৃত্যুর পর দায়িত্ব পান জঙ্গলমহলের এই নেতা। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই মৃত্যু হল তাঁর। ২০১১ সালে ঝাড়গ্রাম থেকে তৃণমূল প্রার্থী হিসাবে নির্বাচিত হন সুকুমার হাঁসদা। প্রথম তৃণমূল সরকারে তিনি পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পান। তবে ২০১৬ সালের নির্বাচনে জয়লাভের পর তাঁকে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব আর দেওয়া হয়নি।