একদিনে এদেশে বজ্রপাতে মৃত সংখ্যা কমপক্ষে ৬৮। গতকালের তীব্র বজ্রপাত এবং বৃষ্টির ফলে ৩ রাজ্যের মোট মৃতের সংখ্যা পার করল ষাটের গণ্ডি। জানা যায় ,গতকাল দেশের তিন রাজ্য , তথা- উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং রাজস্থানে প্রবল বৃষ্টিপাত এবং বজ্রপাতের ফলে মৃত্যু হয় এই ব্যক্তিদের। তবে এই তিন রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশে বজ্রপাতের ফলে মৃতের সংখ্যা সর্বাধিক। ইতিমধ্যেই বজ্রপাতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। তিনি বলেন, “রাজস্থানের বিভিন্ন এলাকায় বজ্রপাতে বহু মানুষের মৃত্যু হয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা এটি। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”

প্রসঙ্গত উল্লেখ্য ,গতকাল দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হলেও ,এই তিন রাজ্যে বজ্রপাতে পরিমাণ সর্বাধিক হওয়ার কারণে মৃত্যু হয় এত মানুষের। কেবলমাত্র উত্তরপ্রদেশে বাজ পড়ে মৃত্যু হয়েছে ৪১ জনের।মধ্য প্রদেশে মৃত্যু হয়েছে সাতজনের, রাজস্থানে ২০ জনের। মৃতদের পাশাপাশি আহতর সংখ্যা ১০০ ছাড়িয়েছে । উত্তরপ্রদেশে ৪১ জনের মধ্যে, কানপুর দেহাতে ৫ জন, কৌশাম্বীতে ৪ জন, ফতেপুরে ৫ জন, ফিরোজাবাদে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উন্নাও, হামিরপুর, প্রতাপগঢ়, মির্জাপুর ও সোনভদ্রেও একজন করে মৃত্যু হয়েছে। যদিও ইতিমধ্যেই এই বিষয়ে দ্রুত তৎপরতা দেখিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশের পাশাপাশি রাজস্থানে বজ্রপাতে মৃত্যু হয়েছে কুড়ি জনের। তার মধ্যে ১১ জন জয়পুরের বাসিন্দা। পাশাপাশি আহত সংখ্যা ১৭। জানা যাচ্ছে ৪০ মিনিটের মধ্যে একই ওয়াচ টাওয়ারে পরপর দুবার বজ্রপাতের ফলে তড়িতাহিত হয়েছেন প্রায় ১১ জন।বজ্রপাতের আঘাতে মোট ৭ জনের মৃত্যু হয়। এরমধ্যে ২ জন গোয়ালিয়ার জেলার এবং ২ জন সেওপুর জেলার বাসিন্দা। এছাড়াও বেশ কয়েকটি জেলা থেকে একজন করে মারা গেছেন। মৃতদের পরিবার পিছু দুই লক্ষ টাকা এবং আহতদের পরিবারের ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই।