সুশান্ত মৃত্যু তদন্তে প্রতিবারই উঠে এসেছে নয়া তথ্য । বলিউডের মাদক চক্রের ঘটনা সামনে আসতেই নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো তদন্ত শুরু করে । অভিযোগ উঠে আসে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেও । খোঁজ পাওয়া যায়, স্যান্ডেলউডের বেশ কিছু নামকরা তারকা ইন্ডাস্ট্রির অন্দরে মাদক সরবরাহ করেন । এরপরই আরও জোর কদমে তদন্ত শুরু করে এনসিবি । সন্দেহের তালিকায় নাম উঠে আসে রাগিনী দ্বিবেদীর । ২০০৯ সালে ভীরা মাদাকারি দিয়েই অভিনয় শুরু হয় তাঁর । এরপর বেশ কয়েকটি সিনেমায় তিনি কাজ করেন। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হলে তিনি না গিয়ে তাঁর আইনজীবীকে পাঠান এবং বলেন এত কম সময়ের মধ্যে তাঁর পক্ষে যাওয়া সম্ভব হয়নি । এরপই শুক্রবার ভোর ৬.৩০টা নাগাদ সিসিবি-র ৬ জন পুলিশকর্মী ও একজন মহিলা পুলিশকর্মী হানা দেন রাগিনী দ্বিবেদীর বেঙ্গালুরুর বাড়িতে । এদিন সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হলে সোমবার পর্যন্ত তাঁর জেল হেফাজত হয়েছে ।
এবার মাদকযোগে গ্রেফতার দক্ষিণী নায়িকা রাগিনী দ্বিবেদী । এম ভারত নিউজ
সুশান্ত মৃত্যু তদন্তে প্রতিবারই উঠে এসেছে নয়া তথ্য । বলিউডের মাদক চক্রের ঘটনা সামনে আসতেই নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো তদন্ত শুরু করে । অভিযোগ উঠে আসে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেও । খোঁজ পাওয়া যায়, স্যান্ডেলউডের বেশ কিছু নামকরা তারকা ইন্ডাস্ট্রির অন্দরে মাদক সরবরাহ করেন । এরপরই আরও জোর কদমে তদন্ত শুরু করে এনসিবি । সন্দেহের তালিকায় নাম উঠে আসে রাগিনী দ্বিবেদীর । ২০০৯ সালে ভীরা মাদাকারি দিয়েই অভিনয় শুরু হয় তাঁর । এরপর বেশ কয়েকটি সিনেমায় তিনি কাজ করেন। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হলে তিনি না গিয়ে তাঁর আইনজীবীকে পাঠান এবং বলেন এত কম সময়ের মধ্যে তাঁর পক্ষে যাওয়া সম্ভব হয়নি । এরপই শুক্রবার ভোর ৬.৩০টা নাগাদ সিসিবি-র ৬ জন পুলিশকর্মী ও একজন মহিলা পুলিশকর্মী হানা দেন রাগিনী দ্বিবেদীর বেঙ্গালুরুর বাড়িতে । এদিন সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হলে সোমবার পর্যন্ত তাঁর জেল হেফাজত হয়েছে ।