Read Time:1 Minute, 17 Second
রাজ্যজুড়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ খোলা ও বেকারদের কর্মসংস্থান সহ চার দফা দাবিতে ডেপুটেশন দিল বামফ্রন্টের যুব সংগঠন ডিওয়াইএফআই। বুধবার হাওড়া ও উলুবেড়িয়া দুটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে অবস্থান বিক্ষোভ দেখায় তারা। পরে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে ডেপুটেশন দিল ডিওয়াইএফআই।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-এর জেলা সম্পাদক বিপ্লব বেরা। ডিওয়াইএফের জেলা সভাপতি শৈলেন্দ্রলাল রাই, বাম নেতা শুভঙ্কর চক্রবর্তী সহ অন্যান্যরা। তাঁদের অভিযোগ, রাজ্যের সমস্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জগুলোকে রাজ্য সরকার তুলে দিয়ে কাজের বদলে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ১ হাজার টাকা করে দিয়ে ভোট কিনতে ব্যস্ত। তাদের দাবি, দ্রুত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জগুলি চালু করে কর্মসংস্থানের পথ প্রশস্ত করতে হবে।