ত্রিপুরায় রাজনৈতিক হিংসা মামলায় শুনানি সুপ্রিম কোর্টের। এম ভারত নিউজ

Mbharatuser

ত্রিপুরায় লাগাতার ঘটে চলা রাজনৈতিক হিংসা-সন্ত্রাস রুখতে কী পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার, তা জানাতে এবার ত্রিপুরার ডিজিপি এবং স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটের মধ্যে সেই তথ্য জানাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

0 0
Read Time:2 Minute, 16 Second

ত্রিপুরায় লাগাতার ঘটে চলা রাজনৈতিক হিংসা-সন্ত্রাস রুখতে কী পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার, তা জানাতে এবার ত্রিপুরার ডিজিপি এবং স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটের মধ্যে সেই তথ্য জানাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশপাশি ত্রিপুরায় মঙ্গলবার পুরভোটের প্রচারের শেষ দিন, নির্বাচনের দিন এবং ফলপ্রকাশ পর্যন্ত কী নিরাপত্তার ব্যবস্থা করেছে বিপ্লব দেবের বিজেপি সরকার, তাও জানতে চেয়ে রিপোর্ট তলব করল দেশের শীর্ষ আদালত। নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী কত পরিমাণ সংখ্যায় উপস্থিত, কোন কোন এলাকায় তাঁদের ব্যবহার করা যায়, এ সব তথ্যও ত্রিপুরা সরকারের কাছ থেকে জানতে চেয়েছেন বিচারপতি।

ত্রিপুরার অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে সোমবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ‘আদালতের নির্দেশ সত্ত্বেও ত্রিপুরায় কোনো নিরাপত্তা নেই তৃণমূল কর্মীদের, পুরভোটের জন্য প্রচার করাও সম্ভবপর হচ্ছে না, তৃণমূল কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে’, সুপ্রিম কোর্টের আবেদনে এমনটাই উল্লেখ করে তৃণমূল। দেশের শীর্ষ আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয় বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে। সেই মামলার শুনানিতেই ত্রিপুরা সরকারের কাছে মঙ্গলবার এসব তথ্য জানতে চেয়েছে দেশের শীর্ষ আদালত।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিয়েবাড়িতে কফি মেশিন ফেটে মৃত্যু অতিথির। এম ভারত নিউজ

বিয়ে বাড়িতে কফি মেশিন ফেটে মৃত্যু হল এক নিমন্ত্রিতের। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম স্বপন দাস (৫০) । এই ঘটনায় জখম আরও ২। রবিবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সিউড়ির লম্বোদরপুরে এলাকায়

Subscribe US Now

error: Content Protected