গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত এনামুল হক আদৌ করোনা আক্রান্ত কিনা, তা নিশ্চিত হতে বেলেঘাটা আইডি হাসপাতালে কোভিড টেস্ট করা হল তার। এখন রিপোর্টের অপেক্ষায় সিবিআই।

প্রসঙ্গত মঙ্গলবারই কলকাতার নিজাম প্যালেসের সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল এনামুলের। কিন্তু তিনি আইনজীবী মারফত জানিয়ে দেয়, তাঁর করোনা হয়েছে। এর পর সিবিআই-এর তরফে সরকারি সংস্থা থেকে করোনার পরীক্ষা করাতে বলা হয় এনামুলকে।

দিল্লিতে গ্রেফতারির পর করোনা হয়েছে বলে দাবি করেন অভিযুক্ত ব্যবসায়ী এনামুল। এরপরই অন্তর্বতী জামিনে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় সিবিআই। তবে গোয়েন্দাদের দাবি, কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হলেও সিবিআইয়ের সামনে হাজিরা দিতে চাইছেন না অভিযুক্ত। পাল্টা তাঁর দাবি, তিনি এখনো অসুস্থ তাই হাজিরা দিতে পারছেন না।

বলে রাখি গরুপাচারকাণ্ডে আগেই গ্রেফতার করা হয়েছে বিএসএফ কর্তা সতীশ কুমার।
সিবিআই সূত্রে খবর, বছরের পর বছর ধরে এনামুল সীমান্তরক্ষী বাহিনী এবং রাজ্য প্রশাসনের একাংশের অফিসারদের মোটা টাকার লোভ দেখিয়ে গরু পাচার চক্র চালিয়ে যাচ্ছিলেন। আর তাই জেরা করে এ বিষয়ে আরও নিশ্চিত হতে চান গোয়েন্দারা। সেক্ষেত্রে সতীশ কুমার ও এনামুলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান তদন্তকারীরা।গোয়েন্দারা মনে করছেন, রিপোর্ট ‘পজিটিভ’ দেখিয়ে এনামূল জেরা এড়াতে চাইছে। তবে এই মুহূর্তে আইডির রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই তদন্তকারীদের কাছে।