পেঁয়াজ খেয়েও অসুস্থ মানুষ ?

user
0 0
Read Time:1 Minute, 22 Second

আমেরিকায় পেঁয়াজ খেয়ে অসুস্থ শত শত মানুষ । শুধু আমেরিকা না, কানাডাতেও এই ঘটনা ঘটেছে । প্রায় ৬০ জনকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে । মার্কিন যুক্তরাষ্ট্রে সালমোনেলা ব্যাকটিরিয়ার বিষক্রিয়ার শিকার হয়েছেন প্রায় ৪০০ জনেরও বেশি মানুষ। ৩১ টি রাজ্যে এর প্রভাব মিলেছে । আক্রান্ত ব্যক্তিদের সাধারণত ডায়রিয়া, জ্বর, পেটে ব্যথার মতো সমস্যা হয় । সংক্রামিত হওয়ার পর ৬ ঘন্টা থেকে ৬ দিন পর্যন্ত থাকতে পারে এই লক্ষণগুলি । এই রোগ সাধারণত ৪ থেকে ৭ দিন অবধি থাকে। মূলত ৫ বছরের কম ও ৬৫ বছরের বেশি বয়সী লোকেরাই এতে বেশি অসুস্থ হন । কোন একটি সংস্থার সরবরাহ করা পেঁয়াজ থেকেই এই সংক্রমণ ছড়াচ্ছে বলে অনুমান । সি এন এনের একটি রিপোর্টে উল্লেখ করা হয়, আমেরিকার এই ঘটনার জন্য প্রাথমিক ভাবে থমসন ইন্টারন্যাশনাল নামক একটি সংস্থার পেঁয়াজ সরবরাহকে দায়ী করা হচ্ছে ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মহাকাশের সফর শেষে কিভাবে পৃথিবীতে ‘সেফ ল্যান্ডিং’ করলেন দুই মহাকাশচারি, দেখুন

মহাকাশের সফর শেষে পৃথিবীতে এসে পৌঁছলেন আমেরিকার দুই মহাকাশচারি ৷ ফ্লোরিডার উপকূলের মেক্সিকো উপসাগরে প্যারাশ্যুট নিয়ে সেফ ল্যান্ডিং করেন তাঁরা ৷ আন্তর্জাতিক স্পেস স্টেশনের সফর শেষে ডগ হার্লে এবং বব বেহনকেন দুই মহাকাশচারি SpaceX Dragon Capsule-এ করে ফেরেন ৷ এই প্রথম কোন বেসরকারি স্পেস মিশনে গিয়েছিলেন তাঁরা ৷ তাঁদের দু’জনকে […]

Subscribe US Now

error: Content Protected