Read Time:1 Minute, 27 Second

নিজস্ব প্রতিনিধি, হাওড়া : অপরাধমূলক কর্মকাণ্ডে রাস টানার পাশাপাশি প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব দূর করতে গ্রামীণ হাওড়া পুলিশ কমিশনারেটকে ভেঙে আমতা জোনে রুপান্তরিত করা হল। শুক্রবার উদয়নারায়ণপুর থানার অন্তর্গত ভবানীপুর বিধিচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় আমতা জোনের নতুন ভবনের দ্বারদঘাটন হল।

প্রদীপ জ্বালিয়ে এদিনের এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের পুলিশকর্তা এডিজি সাউথ বেঙ্গল সিদ্ধনাথ গুপ্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি শীষরাম ঝাঁঝারিয়া, গ্রামীণ হাওড়ার পুলিশ কমিশনার সৌম্য রায়, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক তথা রাজ্যের শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী ড.নির্মল মাজি, উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর কুমার পাঁজা সহ অন্যান্যরা। আমতা জোনের নতুন পুলিশ কমিশনার হলেন কৃষ্ণেন্দু ঘোষদস্তিদার।