ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী, হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে যাওয়ার সময় এই বিপত্তি। দুর্গাপুর থেকে কুলটি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। পরে নিজেকে সামলে নেন তিনি। নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে নেন। কুলটিতে প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারে যাওয়ার সময় কপ্টারের সিটে বসতে গিয়ে কোনভাবে পড়ে যান। ফলে বড়সড় বিপদ থেকে রক্ষা মিললেও মুখ্যমন্ত্রী চোট পেয়েছেন বলেই সূত্রের খবর। পা’য়ে আঘাত লেগেছে তাঁর।
বেশ কয়েকদিন আগেই কালীঘাটের বাড়িতে পড়ে গিয়ে চোট পান মুখ্যমন্ত্রী। সেই সময় গুরুতর আঘাত পান তিনি। কপালে তিনটি ও নাকে একটি সেলাই পড়ে তাঁর। চিকিৎসকরা হাসপাতালে থাকার পরামর্শ দিলেও বাড়ি থেকেই ডাক্তারের পরামর্শ মেনে সুস্থ হয়ে ওঠার সিদ্ধান্ত নেন তিনি। পরে একটু সুস্থ হতেই ফের তাঁকে কর্মকাণ্ডে ফিরে আসতে দেখা যায়। গার্ডেনরিচ দুর্ঘটনা থেকে ভোটের প্রচার সব ক্ষেত্রেই তাঁর স্বাভাবিক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ইতিমধ্যেই পা’য়ে চোট নিয়ে কুলটিতে ভোটের প্রচার শুরু করেছেন তিনি।