আজই বঙ্গে আসছেন বিজেপির অন্যতম কাণ্ডারি অমিত শাহ । দু’দিনের কর্মসূচীতে আজ বিকেল ৪.৩০তে নাগাদ বাংলায় ঢুকছেন মোদী । দলের প্রথম দু’দফার প্রার্থী তালিকা ঘোষণার পর প্রথম বার আসছেন রবিবার । বাংলার পাশাপাশি অসমেও ভোট শুরু হচ্ছে ২৭ মার্চ । অসমেও প্রচার চালাবেন শাহ । আজ রবিবার অসম থেকে বাংলায় আসছেন অমিত । রবিবার বিকেল ও সোমবার সকাল মিলিয়ে দু’দিনের এই সফরে অমিতের মূল কর্মসূচি ৩টি। খড়্গুপর সদরে রোড শো ছাড়া ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় একটি করে সমাবেশ। আজ সকালে আসাম যাবেন শাহ সেখান থেকে কলকাতা বিমানবন্দরে আসার কথা বিকেল ৪টে ৩০ মিনিটে ।
সেখান থেকে হেলিকপ্টারে করে সোজা যাবেন খরগপুর । সেখানে খড়্গপুর সদরের প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে রোড-শো করবেন অমিত । এরপর সেখানেই দলীয় বৈঠক সারবেন শাহ । সোমবার সকালে তিনি খড়্গপুর থেকে ঝাড়গ্রামে যাবেন । সেখানে বেলা ১১টা থেকে তাঁর জনসভা রয়েছে । সভা সেরে তিনি যাবেন বাঁকুড়ার সমাবেশে । বাঁকুড়া হয়ে কলকাতা ফিরে ফের পাড়ি দেবেন অসমে । সেখানে একটি বিশেষ বৈঠক সেরে দিল্লী ফিরিবেন তিনি । এই সফর সেরে ফেরার পর ভোটের আগে আরও কয়েকবার পশ্চিমবঙ্গে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।