আবারও ড্রোনের নজরদারি জম্মুর সেনা ছাউনিতে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 40 Second

আবারও ড্রোনের নজরদারি জম্মুর সেনা ক্যাম্পে। ভূস্বর্গের সেনা ছাউনিতে যেন শকুনের মত দৃষ্টি রেখেছে জঙ্গিরা। বিমান ঘাঁটিতে দুটি বিস্ফোরণের পর রবিবার রাতেও দুটি ড্রোনকে উড়তে দেখা যাত সেনা ক্যাম্পের উপর। তৎক্ষনাৎ গুলি চালিয়েও লাভ হয়নি কিছুই। পালিয়ে যায় ড্রোনদুটি। এখানেই শেষ নয়, সোমবার গভীর রাতেও জম্মুর রত্নুচক এলাকায় সুঞ্জবান সেনাঘাঁটিতে ড্রোন এসেছিল বলেই জানা যাচ্ছে সেনা মারফত। সোমবার রাত ২:৩০ নাগাদ সেনা ক্যাম্পের উপর চক্কর দিতে দেখা যায় ড্রোনটিকে। যদিও এর কিছুক্ষণের মধ্যেই হাপিশও হয়ে যায় সেটি। শনিবার মাঝরাতে ড্রোন থেকে কয়েক মিনিটের ব্যবধানে পরপর দুবার বিস্ফোরণ হয়েছে বিমান ঘাঁটিতে। সেই ড্রোনের উৎস বা বৃত্তান্ত কিছুই খুঁজে পাওয়া যায়নি এখন। এরই মধ্যে এভাবে লাগাতার ড্রোন হামলাকে মোটেই হালকা ভাবে নিতে পারছেন না সেনা আধিকারিকরা। এভাবে বারবার ড্রোন হামলায় কার্যতই প্রশ্ন উঠছে সেনা ছাউনি এবং বিমান ঘাঁটি গুলির নিরাপত্তা নিয়ে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ডেল্টা প্লাস প্রজাতি "সর্বাধিক সংক্রমণযোগ্য", সতর্ক করলো 'হু' । এম ভারত নিউজ

কোভিড -১৯-এর ডেল্টা প্রজাতি কমপক্ষে ৮৫ টি দেশে চিহ্নিত করা গেছে। এখনও পর্যন্ত চিহ্নিত প্রজাতির মধ্যে ডেল্টা প্লাস “সর্বাধিক সংক্রমণযোগ্য” এবং টিকাকরণ হয়নি এমন জনগোষ্ঠীর মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে, সতর্ক করলেন হু প্রধান টেড্রোস অ্যাধনম। শুক্রবার হু এর এক সাংবাদিক বৈঠকে প্রধান পরিচালক করিয়াসিস বলেছিলেন, “আমি জানি যে বিশ্বব্যাপী, ডেল্টা […]

Subscribe US Now

error: Content Protected