আবারও ড্রোনের নজরদারি জম্মুর সেনা ক্যাম্পে। ভূস্বর্গের সেনা ছাউনিতে যেন শকুনের মত দৃষ্টি রেখেছে জঙ্গিরা। বিমান ঘাঁটিতে দুটি বিস্ফোরণের পর রবিবার রাতেও দুটি ড্রোনকে উড়তে দেখা যাত সেনা ক্যাম্পের উপর। তৎক্ষনাৎ গুলি চালিয়েও লাভ হয়নি কিছুই। পালিয়ে যায় ড্রোনদুটি। এখানেই শেষ নয়, সোমবার গভীর রাতেও জম্মুর রত্নুচক এলাকায় সুঞ্জবান সেনাঘাঁটিতে ড্রোন এসেছিল বলেই জানা যাচ্ছে সেনা মারফত। সোমবার রাত ২:৩০ নাগাদ সেনা ক্যাম্পের উপর চক্কর দিতে দেখা যায় ড্রোনটিকে। যদিও এর কিছুক্ষণের মধ্যেই হাপিশও হয়ে যায় সেটি। শনিবার মাঝরাতে ড্রোন থেকে কয়েক মিনিটের ব্যবধানে পরপর দুবার বিস্ফোরণ হয়েছে বিমান ঘাঁটিতে। সেই ড্রোনের উৎস বা বৃত্তান্ত কিছুই খুঁজে পাওয়া যায়নি এখন। এরই মধ্যে এভাবে লাগাতার ড্রোন হামলাকে মোটেই হালকা ভাবে নিতে পারছেন না সেনা আধিকারিকরা। এভাবে বারবার ড্রোন হামলায় কার্যতই প্রশ্ন উঠছে সেনা ছাউনি এবং বিমান ঘাঁটি গুলির নিরাপত্তা নিয়ে।
আবারও ড্রোনের নজরদারি জম্মুর সেনা ছাউনিতে । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 40 Second