ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে করোনার তৃতীয় ঢেউ । এককথায় তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে উপস্থিত হয়েছে গোটা বিশ্ব। হ্যাঁ !ঠিক এমনটাই জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানোম ঘেব্রিয়েসাস। করোনা দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রুখতে না রুখতেই ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহতা। শুধু তাই নয় ডেল্টার পাশাপাশি ইতিমধ্যেই রাজস্থানে হদিস মিলেছে কাপ্পা ভ্যারিয়েন্টের। তিনি বলেন,” দুর্ভাগ্যবশত, আমরা বর্তমানে তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে রয়েছি।” মূলত ভারতে হদিস পাওয়া এই ডেল্টা ভ্যারিয়েন্ট করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে বেশি ক্ষতিকারক। আর ইতিমধ্যেই এই ভ্যারিয়েন্টের সংক্রমণ যে মাত্রায় বেড়ে চলেছে তা উদ্বেগের সৃষ্টি করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন ,গত চার সপ্তাহ ধরে বিশ্বের করোনা সংক্রমনের মাত্রা পুনরায় ঊর্ধ্বগামী । দীর্ঘ ১০ সপ্তাহের, নিম্নগামী সংক্রমনের পরে হঠাৎ এই ঊর্ধ্বগামী সংক্রমণ চিন্তায় ফেলছে সাধারণ মানুষকেও। মনে করা হচ্ছে এই সংক্রমণ আসলে তৃতীয় পর্বের সূচনা । বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে কোনো রকম কোনো অসচেতনতাই চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই ইতিমধ্যেই বিশ্ববাসীকে করোনা বিধি মেনে চলার জন্য আবেদন জানিয়েছেন তিনি ।