কয়লা কাণ্ডে ১৬৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 10 Second

কয়লা পাচারকাণ্ডে বড়সড় পদক্ষেপ নিল ইডি। কয়লা কাণ্ডে বেশ কয়েকদিন ধরেই চর্চায় ছিলেন অনুপ মাঝি ওরফে লালা। সোমবার সকালে তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ,তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় নিজাম প্যালেস। সেখানেই জেরার মুখে পড়তে হয় অনুপ মাঝিকে।এবারে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।সিবিআই-এর তরফে লালার কাছ থেকে জানতে চাওয়া হয় কোন কোন টাকা কোথায় কোথায় গেছে এবং প্রভাবশালীদের কাছে কয়লা পাচারের কোন কোন টাকা পৌঁছেছে। তবে এই বিষয়ে লালার থেকে কোন সহযোগিতা না পেয়ে সিবিআই এর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী দিনে লালাকে হেফাজত নেওয়ার আবেদন জানানো হবে বলেই ।ইস্পাত দামোদর লিমিটেড এবং সনিক থার্মাল প্রাইভেট লিমিটেড নামে দুটি কোম্পানি রয়েছে পুরুলিয়া এবং বাকুড়ায় যার মালিকানা রয়েছে অনুপ মাঝির কাছে। এগুলো ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি। অনুপ মাঝিকে ৬ এপ্রিল পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। অন্যদিকে কয়লা পাচারে টাকা লেনদেনের বিষয়টি তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল রবিবার দিল্লিতে বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে গ্রেফতার করা হয়েছিল।সিবিআই চাইছে নিজের হেফাজতে নিয়ে লালাকে জেরা করতে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভোট-পরবর্তী সময়ে ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুর । এম ভারত নিউজ

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: সোমবার গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী তান্ডব চালাল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। ওই এলাকার দুই বাসিন্দা গোপাল প্রামানিক ও রামপদ মাইতি নামে দুই ব্যক্তির বাড়িতে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ। গোপাল প্রামানিকের পানের বরজ ও রামপদ মাইতির খড়ের গাদায় আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো দুষ্কৃতিদের বিরুদ্ধে। […]

Subscribe US Now

error: Content Protected