2021 সালের 15 আগষ্ট আফগানিস্তানের কাবুল দখল করে তালিবান। তারপর সে দেশ থেকে আফগানিস্তানের সংখ্যালঘু শিখ ও হিন্দুরা সে দেশ ছেড়ে ভারতে চলে আসে। তারপর থেকেই আফগানিস্তানের পরিস্থিতির দিকে নজর রাখতে চালু করে ভারতের বিদেশমন্ত্রক। তালিবানরা কাবুল দখলের পর ভারতকে আশ্বাস দিয়েছিল তারা শিখদের কোনো ক্ষতি করবে না। সূত্রের খবর শনিবার কাবুলের পারওয়ান এলাকায় গুরুদ্বারে দু’টি বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসবাদীরা। সন্ত্রাসবাদীরা গুরুদ্বারে নিরাপত্তারক্ষীকে খুন করে ভেতরে ঢুকে দশ-বারোজন ব্যক্তিকে পন বন্দি করে। এই বিস্ফোরণে বেশ কিছু ব্যক্তির মৃত্যু হয়েছে। তালিবানরা সন্ত্রাসবাদীদের ধরার জন্য অভিযান চালায় সেই সময় তিনজন তালিবান সেনা আহত হয়। অক্টোবর মাসেও পারওয়ান এলাকায় একটি গুরুদ্বারে আক্রমণ করেছিল জঙ্গিরা। আফগানিস্থানে বারবার তালিবান, ইসলামীস্টেট ও আল-কায়দার রোষের মুখে পড়েছে সে দেশের সংখ্যালঘুরা।
ভয়াবহ হামলা কাবুলের গুরুদ্বারে । এম ভারত নিউজ
2021 সালের 15 আগষ্ট আফগানিস্তানের কাবুল দখল করে তালিবান। তারপর সে দেশ থেকে আফগানিস্তানের সংখ্যালঘু শিখ ও হিন্দুরা সে দেশ ছেড়ে ভারতে চলে আসে। তারপর থেকেই আফগানিস্তানের পরিস্থিতির দিকে নজর রাখতে চালু করে ভারতের বিদেশমন্ত্রক। তালিবানরা কাবুল দখলের পর ভারতকে আশ্বাস দিয়েছিল তারা শিখদের কোনো ক্ষতি করবে না। সূত্রের খবর শনিবার কাবুলের পারওয়ান এলাকায় গুরুদ্বারে দু’টি বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসবাদীরা। সন্ত্রাসবাদীরা গুরুদ্বারে নিরাপত্তারক্ষীকে খুন করে ভেতরে ঢুকে দশ-বারোজন ব্যক্তিকে পন বন্দি করে। এই বিস্ফোরণে বেশ কিছু ব্যক্তির মৃত্যু হয়েছে। তালিবানরা সন্ত্রাসবাদীদের ধরার জন্য অভিযান চালায় সেই সময় তিনজন তালিবান সেনা আহত হয়। অক্টোবর মাসেও পারওয়ান এলাকায় একটি গুরুদ্বারে আক্রমণ করেছিল জঙ্গিরা। আফগানিস্থানে বারবার তালিবান, ইসলামীস্টেট ও আল-কায়দার রোষের মুখে পড়েছে সে দেশের সংখ্যালঘুরা।