রাজ্যে আসছেন যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানি সহ বহু শীর্ষ নেতারা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 19 Second

বঙ্গভোটের আগে কেন্দ্রীয় শাসন বাহিনীর একের পর এক শীর্ষ নেতাদের আগমন ঘটছে রাজ্যে । আজ বিরভূমে আসছেন জেপি নাড্ডা , মায়ের মন্দিরে পূজো দিয়ে পরিবর্তন যাত্রার সূচনা করবেন। আগামী চারদিন পর্যন্ত এই পরিবর্তন যাত্রা চলবে , শেষ পর্যন্ত কিন্নাহারে গিয়ে এই পরিবর্তন যাত্রা শেষ হবে। শুধু তাই নয় , সুত্রের খবর অনুসারে রাজনাথ সিং, যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানিরা আসতে পারেন রাজ্যে । নাড্ডার সভার জন্য ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে চিলা ব্রিজ সংলগ্ন মাঠের সভাস্থল।

রাজনৈতিক মহলে অনেকেরই মতামত বীরভূমের অনুব্রত মণ্ডলের প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করার চেষ্টা চলছে যোগী আদিত্যনাথকে । ওদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে বলেছেন, সম্ভবত অনুব্রত মণ্ডলের মোকাবিলায় যোগী আদিত্যনাথ এর হিন্দুত্ববাদী ভাবমূর্তিকে সামনে রাখতেই চলেছেন কেন্দ্রীয় শাসক বাহিনী।

তবে কেবলমাত্র যোগী আদিত্যনাথ নয় পাশাপাশি রাজ্যে আসতে চলেছেন বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি , প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।১০ তারিখ মল্লারপুরের বাত্তালাটে উপস্থিত থাকবেন রাজনাথ সিং৷ ১১ ফেব্রুয়ারি লাভপুরে থাকবেন শুভেন্দু অধিকারী, সায়ন্তন বসু৷ ১২ ফেব্রুয়ারি দুবরাজপুরের সভায় স্মৃতি ইরানির সঙ্গে থাকবেন শুভেন্দু৷ আর ১৩ ফেব্রুয়ারি বোলপুরে সভা করবেন দিলীপ ঘোষ৷ ওই দিনই কীর্ণাহারে সভা করবেন যোগী আদিত্যনাথ৷ তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষও৷

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

তৃণমূলে যোগ দিলেন হুমায়ূন কবির। এম ভারত নিউজ

তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। ভোটের আগে দলে যোগ দেওয়ার বা দলবদলের গল্প নতুন নয়। যেভাবে দলবেঁধে নেতাকর্মীরা বিজেপিতে যোগ দিয়েছেন অন্যান্য দল থেকে বলাই যায় টিএমসির গলায় কাটার মত বিধছে সেই বিষয়। তাই দল ভারী করতে টিএমসিও কোমর বেঁধে মাঠে নেমেছে ।এবারে হুমায়ূনকে পেয়ে বেশ খুশি মমতা […]

Subscribe US Now

error: Content Protected