ট্রাম্প সমর্থকদের ধুন্ধুমার কাণ্ডে কারফিউ জারি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 49 Second

মার্কিন সংসদ ভবনের ভিতরে ট্রাম্প সমর্থকরা ধুন্ধুমার কান্ড বাঁধিয়ে দেওয়ায় জারি করা হলো ১৫ দিনের কারফিউ। পুলিশের সংঘর্ষে মৃত্যু হয় একজন মহিলার, গুলি লাগে তার শরীরে। আমেরিকার আইনসভা কংগ্রেসের ক্যাপিটাল ভবন কয়েক ঘন্টা দখল করে রাখেন ট্রাম্প সমর্থকরা। এই কারণে সন্ধ্যে ছয়টার পর থেকে ১২ ঘন্টার কারফিউ জারি করা হয় আমেরিকার রাজধানী ওয়াশিংটনে। এই ঘটনায় আহত হয়েছেন বহু পুলিশ কর্মীও।

আগত প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনাটিকে বিদ্রোহ বলে আখ্যায়িত করেছেন। “আমাদের গনতন্ত্র এক নজিরবিহীন আক্রমনের মুখে ” বলে জানিয়েছেন জো বাইডেন। তবে এই ঘটনার প্রেক্ষিতে বারাক ওবামা বলেছেন,” এই ঘটনার জন্য দায়ী ডোনাল্ড ট্রাম্প নিজে একটানা একমুখী নির্বাচন সম্পর্কে অপপ্রচার করেছেন এবং তার থেকে হিংসা ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে যার ফলাফল এই বিদ্রোহ।”

জো বাইডেনের প্রেসিডেন্ট পদে জয় লাভ করার পর তাকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়ার সুবাদে অধিবেশন বসে গতদিন। এবং সেই ঘটনায় দৃঢ়তার সাথে প্রতিবাদ করেন ট্রাম্পের হাজার হাজার অনুগামীরা। জো বাইডেনের জয়লাভের ঘটনা দু মাস অতিক্রম করেছে তবুও মেনে নিতে পারেননি নিজের পরাজয়কে ডোনাল্ড ট্রাম্প এমনকি তার অনুগামীরা। । তাঁর ধারনা প্রকৃত বিজয়ী তিনি নিজে। জো বাইডেনের বিজয় লাভের ঘটনায় সন্দেহ প্রকাশ করে নানান মামলাও করেছেন তিনি।

তবে এই প্রকার বিদ্রোহের জন্য নানান ভাবে নিন্দিত হয়েছেন ডোনালট্রাম স্বয়ং। এ বিষয়ে তীব্র কটাক্ষ করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ ব্রুশ। এ ধরনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে টুইটার থেকে ১২ ঘন্টার জন্য উড়িয়ে দেওয়া হল ট্রাম্পের একাউন্ট। হিংসা পরায়ণ মানসিকতা বৃদ্ধির জন্য অভিযোগ তোলা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কৃষকদের ট্রাক্টর মার্চ, অবরুদ্ধ দিল্লি সীমান্ত । এম ভারত নিউজ

পূর্ব নির্ধারিত সময়ে মেনেই শুরু হয়ে গেল ট্রাক্টর মার্চ। পূর্বে জানিয়ে দিয়েছিলেন চৌঠা জনুয়ারি অবদি অপেক্ষা করার কথা। আশানুরূপ ফল না পেলে করা হবে ট্রাক্টর মার্চ বন্ধ করে হবে শপিং মল , পেট্রোল পাম্পো। কেন্দ্রের সঙ্গে চতুর্থ দফার এই আলোচনায় তারা তাদের এজেন্ডা রেখেছিল কিন্তু সেই বিষয়ে কেন্দ্রের তরফ থেকে […]

Subscribe US Now

error: Content Protected