উপনির্বাচনেই কি বাম-কংগ্রেস জোটের ইতি ? । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 10 Second

ভবানীপুরে প্রার্থী ঘোষণা করলো সিপিআইএম। প্রথমে মীনাক্ষী মুখার্জির নাম নিয়ে জল্পনা থাকলেও পরে শ্রীজিব বিশ্বাসের নাম ঘোষণা করা হয় শীর্ষ নেতৃত্বের তরফ থেকে। ভবানীপুরে প্রার্থী দেওয়া নিয়ে সংঘাত শুরু হয়েছে বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে নারাজ কংগ্রেস। কিন্তু সিপিআইএম বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনীও ছেড়ে দিতে রাজি নয়। এর ফলেই শুরু হয়েছে অন্তর্দ্বন্দ্ব। এখন প্রশ্ন উঠছে তাহলে এখানেই কি ইতি বাম-কং জোটের?

অপরদিকে শোনা যাচ্ছে সিপিএম প্রার্থীর হয়ে এবার প্রচারে নামবে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভবানীপুরে প্রচার করতে পারেন বলেই দলীয় সূত্রে খবর। আগামী ১২ সেপ্টেম্বর বৈঠকে বসবে আইএসএফ রাজ্য কমিটি। সেখানেই উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থীকে সমর্থনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ বিষয়ে দলের মুখপাত্র সৌমিত্র দস্তিদার বলেছেন, “আমরা বৈঠক করেই এ বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করব।” আইএসএফের একটি সূত্র জানা যাচ্ছে, বর্তমানে যেহেতু দলের একমাত্র বিজয়ী মুখ নওশাদ তাই তাঁকে সামনে রেখেই ভবানীপুর-সহ উপনির্বাচনে বামফ্রন্টের প্রার্থীদের সমর্থন দিতে পারে সংযুক্ত মোর্চা। তবে এখনও সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

তালিবান সরকারকে স্বীকৃতি দিতে নারাজ হোয়াইট হাউস । এম ভারত নিউজ

গত মঙ্গলবার নতুন সরকার গঠন করেছে তালিবানরা। কিন্তু এখনই সেই সরকারকে স্বীকৃতি দিতে নারাজ আমেরিকা। এ বিষয়ে সাংবাদিক বৈঠকে প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, “আগে ওদের অনেক কিছু প্রমাণ করে দেখাতে হবে। আপাতত যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তান থেকে আটকে থাকা বৈধ মার্কিন নাগরিকদের দেশে ফেরানোটাই সবথেকে জরুরি।” আটকে থাকা মার্কিনীদের দেশে ফেরাতে […]

You May Like

Subscribe US Now

error: Content Protected