টেট শুরুর আগেই যানজট রাজ্যে, দুর্ভোগের কবলে যাত্রীরা। এম ভারত নিউজ

Mbharatuser

বোলপুরে একটি টেট পরীক্ষাকেন্দ্রের সামনে একইভাবে আজ ব্যাগ রাখার বন্দোবস্ত করা হয়নি বলে অভিযোগ করেন পরীক্ষার্থীরা

0 0
Read Time:3 Minute, 34 Second
state_139

অ্যাজ প্রাইমারি টেট পরীক্ষা শুরুর আগেই সকাল থেকে ব্যাগ নিয়ে বিক্ষোভ চলছে কোলকাতার হিন্দু, হেয়ার, যাদবপুর বিদ্যাপীঠ সহ বেশ কিছু পরীক্ষাকেন্দ্রে। স্কুল বা বোর্ডের তরফে কারও ব্যাগের কোনও দায়িত্ব নেওয়া হয়নি বলে অভিযোগ। চেতলা বয়েজ, টাকি বয়েজ, টাকি গার্লস-সহ প্রায় সব পরীক্ষাকেন্দ্রেই এভাবে হয়রানি হতে হচ্ছে পরীক্ষার্থীদের। রাস্তার দোকানে, রাস্তার পুলিশের কাছে, পরীক্ষাকেন্দ্রের মেইন দরজার সামনে পুলিশের কাছে প্রভৃতি জায়গায় পরীক্ষার্থীরা ব্যাগ রাখার ব্যবস্থা করেছেন। বোলপুরে একটি টেট পরীক্ষাকেন্দ্রের সামনে একইভাবে আজ ব্যাগ রাখার বন্দোবস্ত করা হয়নি বলে অভিযোগ করেন পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখান বলে খবর।

শহরের রাস্তায় ট্রেনে, বাসে, ফেরিতে উপচে পড়ছে ভীড়। এত বেশি পরীক্ষার্থী যে, অতিরিক্ত যানবাহনের ব্যবস্থা থাকলেও সামাল দেওয়া যাচ্ছে না। এদিকে সকাল সাড়ে দশটা বেজে গেলেও সময়মত বায়োমেট্রিক স্ক্যানার পৌছয়নি বারাসাতের নবপল্লী বয়েস হাইস্কুলে। বায়োমেট্রিক ছাড়াই পরীক্ষার স্থানে ঢোকানো হয় তাদের। এ ব্যাপারে স্কুল আধিকারিকরা মুখ খোলেননি। পাশাপাশি অতিরিক্ত যানবাহনের ব্যবস্থা থাকলেও বহরমপুরে উত্তরপাড়া মোড় থেকে রেলগেট পর্যন্ত প্রচুর জ্যাম রাস্তায়। ৩৪ নম্বর জাতীয় সড়কে বাস, গাড়ি সারি বেঁধে দাঁড়িয়ে রয়েছে। পরীক্ষাকেন্দ্র থেকে বেশ কিছুটা আগেই গাড়ি থেকে নেমে বাকিটা হেঁটে যেতে হচ্ছে পরীক্ষার্থীদের।

সকাল ৬টা থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে বহরমপুরের গির্জার মোড়, বাসস্ট্যাণ্ড, রামেন্দ্রসুন্দর ত্রিবেদী সেতু। এর জেরে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি সমেত বহরমপুরে নৌকো চেপে পরীক্ষার্থী এবং ইনভিজিলেটররা পরীক্ষাকেন্দ্রে পৌঁছনর চেষ্টা করেন। ১১ টার পর আর কোনো পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না বলে জানানো আছে পর্ষদের তরফে। আজ কড়া নিরাপত্তায় বায়োমেট্রিক ভেরিফিকেশন সমেত পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে ঢুকতে দেওয়া হচ্ছে পরীক্ষাকেন্দ্রে। প্রশ্নপত্র ফাঁস হওয়া রুখতে ছয়টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখছে প্রশাসন।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

টেট বিড়ম্বনায় সরব শিক্ষামন্ত্রী, অভিযোগ বিরোধিদের উপর। এম ভারত নিউজ

জায়গায় জায়গায় ব্যাগ রাখা নিয়ে বিক্ষোভের ব্যাপারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন,

Subscribe US Now

error: Content Protected