উদ্ধারে সময় লাগতে পারে আরও ১ মাস, জানালেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ। এম ভারত নিউজ

admin

উদ্ধারকাজে একটু ভুল হলেই যে কারও প্রাণ যেতে পারে অতএব

0 0
Read Time:3 Minute, 31 Second

আরও সময় লাগবে ৪১ জন শ্রমিককে টানেল থেকে বের করে আনতে। এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক টানেলিং বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স। গত ১২ নভেম্বর উত্তরাখণ্ডের ব্রহ্মতাল-যমুনোত্রী জাতীয় সড়কের কাজ চলার সময় আচমকাই ধস নামে উত্তরকাশীর এই টানেলে। যার মধ্যে সেই সময় আটকে পড়েন ৪১ জন শ্রমিক। এতদিন ধরে তাঁদের উদ্ধার করে আনার জন্যে আপ্রাণ চেষ্টা চললেও এই মুহূর্তে উদ্ধারের কাজ বন্ধ রয়েছে আর সেই কারণেই চিন্তায় পড়েছে আটকে পড়া শ্রমিকদের পরিবার। এরই মধ্যে আর্নল্ড জানান, “এখন থেকে এক মাস সময় লাগতে পারে। ৪১ জনের সবাই নিরাপদে বাড়ি ফিরবেন। আমি ঠিক জানি না অপারেশন কবে শেষ হবে। আমি বলতে চাইছি যে আমাদের তাড়াহুড়ো করা উচিত নয়। আমাদের কেবলমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনা করতে হবে এবং তা হল যে সমস্ত কর্মী যেন নিরাপদে বাড়ি ফিরে আসেন।”

বড়দিনের আগেই তাঁরা বাড়ি ফিরবেন এমনটাই আশ্বাস দিয়েছেন ডিক্স। টানেল সংক্রান্ত যে কোনও সমস্যার কথা কানে পৌছনো মাত্রই ছুটে আসেন ডিক্স। টানেল সংক্রান্ত যাবতিয় বিষয়ে জানা তাঁর। তাই উত্তরাখণ্ডের এই খবরও তাঁকে দূরে সরিয়ে রাখতে পারেনি। ঘটনাস্থলে এসে পরিস্থিতি ক্ষতিয়ে দেখছেন ডিক্স। এবং খুব শীঘ্রই সুরাহা মিলবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, অগার মেশিন বন্ধ হয়ে যাওয়ার ফলেই বন্ধ রয়েছে কাজ। জানা যাচ্ছে এই মেশিনটি পাইপে আটকে গিয়েছে যে কারণে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটেছে। তবে আবারও উদ্ধারকাজ শুরু করার জন্য চেষ্টা চালানো হচ্ছে বলেই খবর। উত্তরাখণ্ডে টানেলে আটকে ৪১ জন শ্রমিক। কেটে গিয়েছে বহু দিন তবে এখনও তাঁদের বের করে আনা সম্ভব হয়নি। এর আগেও জনানো হয়েছিল, উদ্ধারকাজে একটু ভুল হলেই যে কারও প্রাণ যেতে পারে অতএব তাড়াহুড়ো না করে সাবধানতা বজায় রেখে কাজ চালাতে হবে। জানা গিয়েছিল পাইপ ঢুকিয়ে শ্রমিকদের কাছে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। তাঁরা কেমন আছেন সেই খবরও রাখা হচ্ছে এই ভাবেই। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে আটকে পড়া শ্রমিকদের খবরাখবর নিয়েছেন এবং উদ্ধারকাজ কেমন চলছে সেই নিয়েও খোঁজ নিয়েছেন। খুব শীঘ্রই ৪১ জন শ্রমিককে বের করে আনা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মাত্র কিছুক্ষণের অপেক্ষা, কখন রেহাই পাবেন আটকে পড়া শ্রমিকরা? এম ভারত নিউজ

টানা ১৭ দিন ধরে সুড়ঙ্গে আটক ৪১ জন শ্রমিক। অবশেষে আশার আলো দেখছেন তাঁরা। আজ মঙ্গলবার ইঁদুর গর্ত খনন করে তাঁদের কাছাকাছি পৌঁছাতে পেরেছে উদ্ধারকারী দল। তবে এখনও কয়েক ঘন্টা সময় লাগতে পারে। একে একে সুড়ঙ্গের ভিতর ঢুকে গিয়েছে অ্যাম্বুল্যান্স৷ স্ট্রেচার নিয়ে ঢুকে গিয়েছেন এনডিআরএফ-এর কর্মীরাও৷ উত্তরাখণ্ডের উত্তরকাশীতে কাজ চলাকালীন […]

Subscribe US Now

error: Content Protected