ভারতে কি তবে ব্যান হচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম ? । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 42 Second

“ভারতের ব্যান করা হতে পারে ফেসবুক ইনস্টাগ্রাম ” ,গতকাল দিনভর ব্যাপী এই জল্পনার পর , ইতিমধ্যেই ভারতীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সমস্ত ইউজারদের জন্য সুখবর নিয়ে এল গুগল এবং ফেসবুক। ইতিমধ্যেই ভারত সরকারের নির্দেশ মানতে প্রস্তুত গুগল এবং ফেসবুকের কর্ণধারেরা। প্রসঙ্গত উল্লেখ্য গত ফেব্রুয়ারি মাসে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে সরকারের তরফ থেকে এক গুচ্ছ নয়া নির্দেশিকা জারি করা হয়েছিল। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক ডিজিটা‌ল কনটেন্ট সংক্রান্ত ওই নয়া নির্দেশিকা জারি করে তা কার্যকর করার জন্য ৩ মাস সময় দিয়েছি‌ল। জানানো হয়েছিল বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই সমস্ত নির্দেশ মানতে হবে সোশ্যাল মিডিয়াগুলিকে। এবার চিন্তার বিষয় গতকালই সরকারি তরফে দেওয়া সময়সীমার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। যদিও সরকারি নির্দেশিকায় সম্পূর্ণ ভাবে সহমত না হলেও সরকারি নির্দেশিকা মানতে রাজি আছে এই দুই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ।

ইতিমধ্যেই ফেসবুক নামক জায়েন্ট প্ল্যাটফর্মের আধিকারিক জানিয়েছেন,কেন্দ্র সরকারের তরফে যে সমস্ত নিয়ম তৈরি করা হয়েছে সে বিষয়ে ফেসবুকের ভারপ্রাপ্ত আধিকারিকরা সরকারের সঙ্গে আলোচনায় বসতে চায়। কেন্দ্র সরকারের তরফ থেকেও এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলির সঙ্গে যথেষ্ট সমঝোতা করে চলার চেষ্টা করা হচ্ছে। সেই কারণেই এখনও পর্যন্ত এই বিষয়ে কোন গাইডলাইন বেঁধে দেওয়া হয়নি কেন্দ্র সরকারের তরফে। প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই সরকারের বেঁধে দেওয়া নয়া নির্দেশের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। মূলত গ্রাহকদের গোপনীয়তা নিয়ে তৎপর এই ম্যাসেজিং সোসাল প্লাটফর্ম।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভ্যাকসিন নেওয়া হলে মাস্ক নিষ্প্রয়োজন : দক্ষিণ কোরিয়া । এম ভারত নিউজ

আমেরিকার পথেই হাঁটলো দক্ষিণ কোরিয়া। জানানো হল, ভ্যাকসিনের অন্তত একটি ডোজ দেওয়া থাকলেই বাইরে বের হবার ক্ষেত্রে পরতে হবে না মাস্ক। দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষের জন্য সুখবর হলেও এখনই তা কার্যকরী হচ্ছে না। সরকারি তরফে জানানো হয়েছে আগামী মাস থেকেই লাঘু হবে এই নির্দেশ। পাশাপাশি সরকারি তরফে জানানো হয়েছে আগামী […]

Subscribe US Now

error: Content Protected