আজ বিশ্ব আদিবাসী দিবস। জঙ্গলমহল সফরের জন্য যথার্থ এই দিনটিকে বেঁছে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের মত মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় ফেরার পর আর জঙ্গলমহলবাসীর কাছে কৃতজ্ঞতা স্বীকার করতেই জঙ্গলমহলের উদ্দেশ্যে রওনা দিতে চলেছেন তিনি। আজ দুপুর দুটোয় ঝাড়গ্রাম স্টেডিয়ামে উপস্থিত থাকতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত থাকবেন বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের অনুষ্ঠানেও। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৯ বিধানসভা নির্বাচনের সময় জঙ্গলমহল থেকে খালি হাতে ফিরতে হয়েছিল, তৃণমূলকে । তবে ২০২১ এ মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জিকে একেবারে নাকচ করতে পারেননি জঙ্গলমহলবাসী। ফল প্রকাশের পরে জানতে পারা যায় জঙ্গলমহলের চারটি বিধানসভা কেন্দ্রে এবছর জয়লাভ করেছিল তৃণমূল।

জানা যাচ্ছে আজ জঙ্গলমহলে থাকতে পারেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে সমগ্র এলাকা। সম্ভাব্য আগামীকালই ঘাটালের বন্যা পরিস্থিতি আকাশপথে ঘুরে দেখতে চলেছেন তিনি। বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্য অনুসারে জানতে পারা যাচ্ছে আজ বিশ্ব আদিবাসী দিবসে জঙ্গলমহলের আদিবাসীদের জন্য বিশেষ কিছু প্রকল্পের ঘোষণা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভাব্য আগামী দিনের ভোটকে মাথায় রেখেই, এই ঘোষণা করতে চলেছেন তিনি।