ইন্টারনেট নেই গ্রামে।পরীক্ষা দিতে পাহাড় চড়ল পড়ুয়ারা। এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 57 Second

একেই বলে অধ্যবসায়। গ্রামে ইন্টারনেট পবিষেবা নেই।অথচ পরীক্ষা হবে অনলাইনেই। এরকম পরিস্থিতিতে হাজারও অজুহাত দেখিয়ে হাল ছেড়ে দেবে বেশিরভাগ মানুষই। কিন্তু পরীক্ষা তারা দেবেই এই পণ করে পাহাড়ের মাথায় চড়ল মিজোরামের ৭ পড়ুয়া। রাজধানী শহর আইজলের থেকে ৪০০ কিলোমিটার দূরের ছোট্ট একটি গ্রাম মাহেরি। গ্রামে ইন্টারনেট পরিষেবা নেই বললেই চলে। কিন্তু পরীক্ষা দিতেই হবে, তাই ইন্টারনেটের জন্য তেলাও ত্লা পাহাড়ে চড়ল এই গ্রামের বাসিন্দা মিজোরাম বিশ্ববিদ্যালয়ের ৭ পড়ুয়া। ওই গ্রামেরই বাসিন্দা মিজোরাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেএল ভাবেইহ্রুয়াসা জানিয়েছে, পাহাড়ের উপরে বাঁশ এবং কলাপাতায় তৈরি একটি ছোট্ট ঘর আছে। সেখানে বসেই কার্যত জীবনের ঝুঁকি নিয়েই পরীক্ষা দেয় এই ছাত্রছাত্রীরা।
গোটা দেশে তোড়জোড় চলছে ৫জি ইন্টারনেট পরিষেবার। সেখানে এই গ্রামের এই ভয়াবহ অবস্থা প্রকাশ্যে আসার পর সত্যিই চোখ কপালে উঠেছে দেশবাসীর। এই ঘটনা জানাজানি হওয়ার পর এগিয়ে এসেছে এন বেইরাসাচাই নামের এক সংগঠন। সরকারের কাছে এই সমস্যা সমাধানের আর্জি জানিয়েছে তারা। এহেন অধ্যাবসায় নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া ওই ৭ ছাত্র ছাত্রীর সাফল্য কামনা করছে গোটা দেশ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

চিনের সেনা মহড়া লাদাখে, নজর রাখছে ভারত । এম ভারত নিউজ

পূর্ব লাদাখের সীমান্তবর্তী এলাকায় ২০টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে আকাশপথে মহড়া দিল চিন। আর এই মহড়াই চোখে পড়েছে ভারতীয় জওয়ানদের। গতবছর যেখানে সেনা মজুত রেখেছিল চিন, সেই বিমানিঘাঁটি থেকেই এই মহড়া চালিয়েছে তারা। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও চুপচাপ বসে নেই ভারতও। রাফালজেট সহ একাধিক যুদ্ধবিমান উত্তর সীমান্তে […]

Subscribe US Now

error: Content Protected