0
0
Read Time:47 Second
ফের করোনা থাবা মন্ত্রীসভায় । করোনা আক্রান্ত সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা । এখন তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন । রাজ্যের মন্ত্রীসভার একের পর এক সদস্য করোনায় আক্রান্ত হচ্ছেন । এর আগে মন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর মা করোনায় আক্রান্ত হয়েছেন । মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র, শুরুতে সুজিত বসু এবং আরও অনেকেই । মন্টুরামবাবু কেমন আছেন বাঁ অবস্থা কেমন সেই নিয়ে এখনও হাসপাতাল সূত্রে কিছু জানানো হয়নি ।