একাধিক হেভিওয়েট নেতার ভাগ্য নির্ধারণ দ্বিতীয় দফায়। এম ভারত নিউজ

admin

৫টার পর থেকেই এই তিন কেন্দ্রে শুরু হয়ে যায় ‘সাইলেন্স পিরিয়ড’

0 0
Read Time:7 Minute, 18 Second

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ হয়েছে আজ। সারা দেশের পাশাপাশি রাজ্যের তিন কেন্দ্রে হয়েছে ভোট। বুধবারই ছিল ওই তিন কেন্দ্রের প্রচারের শেষ দিন। এদিন বিকেল ৫টা পর্যন্ত জোরকদমে প্রচার চালিয়েছেন রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং কেন্দ্রের প্রার্থীরা। ৫টার পর থেকেই এই তিন কেন্দ্রে শুরু হয়ে যায় ‘সাইলেন্স পিরিয়ড’। তিন লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট বুথের সংখ্যা ৫,২৯৮। তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ১,১৩৪।

রাজ্যে দ্বিতীয় দফার ভোটে তিন আসনে মোট ৪৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয় আজ। এর মধ্যে দার্জিলিংয়ে রয়েছেন ১৪ জন প্রার্থী। রায়গঞ্জে মোট প্রার্থী ২০ জন। বালুরঘাট কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১৩। দ্বিতীয় দফায় ১৩ টি রাজ্যের মোট ৮৮টি আসনে ভোটগ্রহণ হয়। ভোট হয় ছত্তিশগড়, কর্নাটক, কেরল, অসম, বিহার, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, এবং জম্মু ও কাশ্মীরে।

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সময় দ্বিতীয় দফায় ৮৯টি আসনে ভোট গ্রহণের ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু মধ্যপ্রদেশের বেতুল লোকসভা আসন থেকে বিএসপি প্রার্থী অশোক ভালভির আচমকা মৃত্যুর কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে । তাই দ্বিতীয় দফায় ৮৮টি আসনে ভোটগ্রহণ হয়েছে।

দ্বিতীয় দফায় বাংলা ছাড়াও অসম(৫), বিহার(৫), ছত্তিশগড় (৩), কর্নাটক(১৪), কেরল(২০), মধ্যপ্রদেশ(৬), রাজস্থান(১৩), ত্রিপুরা(১), উত্তরপ্রদেশ(৮), জম্মু – কাশ্মীর(১) ও মহারাষ্ট্রে(৮) ভোট শুক্রবার। গত পর্বে মণিপুরের আউটার মণিপুর কেন্দ্রে ভোট হয়েছিল আংশিকভাবে। ওই আউটার মণিপুরের বাকি অংশেও এই পর্বে ভোটগ্রহণ হবে।

দ্বিতীয় দফায় নির্বাচনী লড়াইয়ের মাঠে রয়েছেন একাধিক হেভিওয়েট। তাঁদের মধ্যে অন্যতম হলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। এবার তিনি কেরলের ওয়েনাড় লোকসভা আসন থেকে নির্বাচনে লড়ছেন। সেখানে দ্বিতীয়বার জেতার ব্যাপারে আশাবাদী তিনি। ওনার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপি রাজ্য সভাপতি কে সুরেন্দ্রণকে প্রার্থী করা হয়েছে। এছাড়া, ওই আসনে ক্ষমতাসীন বামেদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যানি রাজা ।

রাহুল গান্ধি ২০১৯ সালে উত্তরপ্রদেশের অমেঠিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে ৫৫,১২০ ভোটের ব্যবধানে হেরে যাওয়ার পরে ওয়েনাড়ে চলে গিয়েছিলেন। সেখানে সিপিআই-এর পিপি সুনিরের বিপরীতে ৭,০৬,৩৬৭ ভোট পান। এছাড়াও রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এবার ফের কেরলের তিরুবনন্তপুরম লোকসভা আসন থেকে নির্বাচনে লড়ছেন তিনি। এবার তাঁর প্রতিদ্বন্দ্বী হলেন বিজেপি প্রার্থী রাজীব চন্দ্রশেখর এবং বামপন্থী পানিয়ান রবীন্দ্রন। লোকসভার স্পিকার ওম বিড়লা আবারও রাজস্থানের কোটা আসন থেকে বিজেপির প্রার্থী। তাঁর বিরুদ্ধে প্রহ্লাদ গুঞ্জালকে প্রার্থী করেছে কংগ্রেস।

উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর লোকসভা আসনে বিজেপির মহেশ শর্মার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজবাদী পার্টির মহেন্দ্র সিং নগর এবং বিএসপি-র রাজেন্দ্র সিং সোলাঙ্কি। অভিনেত্রী এবং রাজনীতিবিদ হেমা মালিনী উত্তরপ্রদেশের মথুরা নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার তিনি কংগ্রেস প্রার্থী এবং উত্তরপ্রদেশে কংগ্রেস ইউনিটের রাজ্য সভাপতি মুকেশ ধাঙ্গারের বিরুদ্ধে লড়ছেন। টিভিতে রামায়ণ ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল এবার মেরঠ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। গোভিল বিএসপি-র দেবব্রত কুমার ত্যাগী এবং এসপি-র সুনীতা ভার্মার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কর্নাটকের ধারওয়াড় লোকসভা আসন থেকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডিঙ্গলেশ্বর স্বামী। অন্যদিকে নবনীত রানা মহারাষ্ট্রের অমরাবতী লোকসভা আসন থেকে প্রার্থী। তাঁর বিরুদ্ধে ওয়াংখেড়েকে মাঠে নামিয়েছে জোট।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটে এই ৮৮টি লোকসভা আসনের মধ্যে ৫২টিতে জিতেছিল বিজেপি। কংগ্রেস মাত্র ১৮টিতে। এ ছাড়া জেডিইউ এবং অবিভক্ত শিবসেনা চারটি করে, আইইউএমএল দু’টিতে, বিএসপি, সিপিএম, আরএসপি, কেরল কংগ্রেস, জেডিএস প্রার্থী একটি করে কেন্দ্রে জয়ী হয়েছিলেন। বিজেপির দখলে থাকা ৫২ আসনের মধ্যে বাংলার তিন আসন দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট রয়েছে। কেরলে লোকসভার ২০টি আসনের মধ্যে গতবার কংগ্রেস ১৯টি আসনে জয়লাভ করেছিল। সিপিএম পেয়েছিল মাত্র একটি। প্রথম পর্বে ভোটের হার কমেছিল প্রায় ১০ শতাংশ। এই পর্বে কত ভোট পড়ছে, সেদিকে নজর থাকবে সব পক্ষের।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দ্বিতীয় দফায় কোন রাজ্যে কত শতাংশ ভোট পড়েছে দেখে নিন। এম ভারত নিউজ

তবে মহারাষ্ট্রের ক্ষেত্রে চিত্রটা খানিকটা ভিন্ন

Subscribe US Now

error: Content Protected