রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করতে চলেছেন নমো । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 3 Second

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। আজ বিকেল সাড়ে পাঁচটায় রাষ্ট্র সংঘের তরফ থেকে একটি সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক বৈঠক ডাকা হয়েছে। সেক্ষেত্রে সভাপতিত্বের জন্য বেছে নেওয়া হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এই প্রসঙ্গে ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাকচি জানিয়েছেন ভারতের তরফ থেকে সর্বপ্রথম কোন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক স্তরে রাষ্ট্রসঙ্ঘের কোন বৈঠকে সভাপতিত্ব করতে চলেছেন। করোনাকালীন কঠিন পরিস্থিতির মাঝেও আন্তর্জাতিক স্তরে, একটি অতি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল সামুদ্রিক নিরাপত্তার বিষয়টি। আর এবারের এই বিষয়ে নড়েচড়ে বসল রাষ্ট্রসংঘ। প্রথমবারের মতো এই বিষয়টি নিয়ে একটি আন্তর্জাতিক স্তরে সভা হতে চলেছে বলেই জানালেন তিনি।

আজ সকালে নরেন্দ্র মোদী তাঁর টুইটের মাধ্যমে জানিয়েছেন, “৯ আগস্ট অর্থাৎ আজ বিকাল সাড়ে ৫ টায় সমুদ্র নিরাপত্তা বৃদ্ধি। আন্তর্জাতিক সহযোগিতার জন্য বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রসংঘের উচ্চ-স্তরের আলোচনার সভাপতিত্ব করার সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ। ” আজ রাষ্ট্রসঙ্ঘের এই বৈঠকে উপস্থিত হতে চলেছেন , বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সহ, উচ্চ পর্যায়ের আধিকারিকরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সরকারের অবহেলাতেই কাবাডিতে আগ্রহ নেই খেলোয়াড়দের ! । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা ,পূর্ব মেদিনীপুর: মাটির কাছের খেলা হওয়া সত্ত্বেও কাবাডি খেলায় সরকারের কোন সচেষ্ট ভূমিকা নেই । যার ফলে সময়ের সঙ্গে সঙ্গে কমছে কবাডির প্রতি আগ্রহ, এমনটাই দাবি জানালেন রাজ্য কাবাডি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় কবাডি জগতের নক্ষত্রের প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্ঠান ও তাঁদের বিদেহী আত্মার শান্তি […]
sports_679

Subscribe US Now

error: Content Protected