ফের অপহরণের ঘটনা আফ্রিকায় ! শিকার ১৪০ জন স্কুল ছাত্রছাত্রী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 25 Second

পুলিশ জানায় যে নাইজেরিয়ার বন্দুকধারীরা দেশের উত্তর-পশ্চিমে কমপক্ষে ১৪০ জন স্কুল ছাত্রছাত্রীকে অপহরণ করেছে। রবিবার ভোরে জারিয়ার জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠরোগ কেন্দ্র থেকে কমপক্ষে আটজনকে অপহরণ করা হয়েছিল। একজন হাসপাতালের কর্মী জানিয়েছেন, আটক দের মধ্যে রয়েছে দুজন নার্স ও একটি ১২ মাসের শিশুও। মুক্তিপণ আদায়ের জন্য স্কুল এবং বিশ্ববিদ্যালয় থেকে সাম্প্রতিক সময়ে এই অপহরণের ঘটনা ঘটছে। সোমবার জারিয়ার প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) দক্ষিণ-পশ্চিমে কদুনা শহরের কাছে একটি স্কুল থেকে আরও একটি গণ অপহরণের খবর প্রকাশিত হয়েছে।

বেথেল ব্যাপটিস্ট স্কুল থেকে অপহরণ করা ১৫ বছরের এক কিশোরীর মা বিবিসিকে জানিয়েছেন, মোটরসাইকেলে আগত এবং বেড়াটি ভেঙে ফেলে এক বিশাল সশস্ত্র দল ১৪০ স্কুল ছাত্রছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এক বিবৃতিতে পুলিশ বলেছে যে বন্দুকধারীরা “স্কুলের নিরাপত্তারক্ষীদের উপর শক্তি প্রয়োগ করে ও ছাত্রছাত্রীদের ছাত্রাবাসে প্রবেশ করেছিল যেখানে তারা একটি অনির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায়।” বিবৃতিতে বলা হয়েছে, একজন মহিলা শিক্ষকসহ মোট ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় এক খ্রিস্টান নেতা বলেছিলেন যে বিদ্যালয়ে ১৮০ জন ছাত্র ছিল, যাদের মধ্যে এখনও পর্যন্ত বর্তমানে মাত্র ২০ জন রয়েছে ও তাদের মধ্যে কেউ কেউ পালাতে সক্ষম হয়েছে। উত্তরের রাজ্য কাদুনা আবার একবার নাইজেরিয়ার অপহরণ ঝড়ের শিকার। এই ঘটনা নতুন নয়, এরপর প্রশাসন ও রাষ্ট্র কী ব্যবস্থা নেয় এখন তাই দেখার অপেক্ষা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কোয়ারেন্টাইন মুক্ত ইংল্যান্ড , হতে হবে না স্ব-বিচ্ছিন্ন , ছাড় শিশুদেরও । এম ভারত নিউজ

ইংল্যান্ড স্বাস্থ্য সচিব বলেছেন,১৬ আগস্ট থেকে দুটো ডোজের টিকা যারা সম্পূর্ন করেছে তাঁদেরই কোন ঘনিষ্ঠ ব্যক্তি কোভিড পজেটিভ হলে তাদের নিজেদেরকে সেলফ আইসোলেট করতে হবে না। সাজিদ জাভিড সাংসদদের বলেন, একই নীতিটি সেই দিন থেকেই ১৮ বছরের কম বয়সীদের জন্যও প্রযোজ্য। তিনি আরও জানান, আন্তর্জাতিক ভ্রমণে স্ব-বিচ্ছিন্নতার বিধি সম্পর্কে সরকার […]
abroad_173

Subscribe US Now

error: Content Protected