২৬/১১ মুম্বই হামলায় শহিদদের শ্রদ্ধা মোদি-অমিতের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 52 Second

এক যুগ পার করল ২৬/১১ মুম্বই হামলা। আর ভয়াবহ সেই সন্ত্রাসবাদী হামলায় জীবন বলিদান দেওয়া দেশ নায়কদের প্রতি শ্রদ্ধা নিবেদন করল গোটা দেশ। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, রেলমন্ত্রী পীযুশ গোয়েল, কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা-সহ অনেক রাজনীতিবিদ শহিদ জওয়ানদের প্রতি ও সন্ত্রাসের বলি মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

এদিন টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলাকে দেশের বৃহত্তম সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ করে তিনি লেখেন, “২০০৮ সালে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা মুম্বই হামলা করেছিল। হামলায় বহু মানুষ মারা যান। মুম্বই হামলায় মৃত সবাইকে আমার শ্রদ্ধা জানাচ্ছি।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর টুইটারে মুম্বই ২৬/১১ হামলায় মৃত ব্যক্তিদের শ্রদ্ধা জানান। তিনি লেখেন, “এই হামলায় সন্ত্রাসবাদীদের সামনে দৃঢ়ভাবে লড়াই চালানো সুরক্ষাকর্মীদের কোটি কোটি প্রণাম। এই দেশ আপনাদের বীরতা ও বলিদানের জন্য কৃতজ্ঞ থাকবে।” পীযুশ গোয়েল টুইটে শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে লেখেন, “আমরা সব নিরাপত্তা কর্মীদের প্রতি কৃতজ্ঞ যাঁরা ভারতমাতার জন্য সে দিন নিজেদের জীবন বলিদান দিয়েছেন।”

এদিকে, হামলার দায় স্বীকার করা সন্ত্রাসবাদী সংগঠন জামাত-উদ-দাওয়ার ১০ জন সন্ত্রাসবাদীর উদ্দেশে এ দিন প্রার্থনা সভার আয়োজন করে পাক সন্ত্রাসবাদী সংগঠন। পঞ্জাবের সাহিওয়ালে এই উপলক্ষে প্রার্থনার নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত ২০০৮ সালে মুম্বই হামলায় মৃত্যু হয়েছিল ১৭০ জনের। অন্যদিকে ভারতীয় বাহিনীর প্রত্যাঘাতে মৃত্যু হয় ৯ জন সন্ত্রাসবাদীর। জীবন্ত অবস্থায় ধরা পড়ে পাক সন্ত্রাসবাদী আজমল কসাবের। ২০১২ সালের ২১ নভেম্বর তাকে ফাঁসি দেওয়া হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিজেপি কর্মী-পুলিশ সংঘর্ষ, গ্রেফতার কৈলাস বিজয়বর্গীয় । এম ভারত নিউজ

মাঝেরহাট ব্রিজ চালুর দাবিতে বিজেপির বিক্ষোভে রণক্ষেত্র তারাতলা চত্বর। পরিস্থিতি সামাল দিতে রীতিমত নাজেহাল পুলিশ। পুলিশের লাঠিচার্জে বিজেপি কর্মীদের মাথা ফেটে গিয়েছে বলে অভিযোগ। একদিকে যখন বাম-কংগ্রেস তাদের ডাকা বনধ সমর্থন করতে মরিয়া ঠিক তখনই দ্রুত মাঝেরহাট ব্রিজ চালু করতে হবে, এই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার তারাতলায় মিছিলে নেতৃত্ব দেওয়ার […]

Subscribe US Now

error: Content Protected