শোনা যাচ্ছে খুব শ্রীঘ্রই বিটাউনে চার লেজেন্ড অ্যাকশন হিরোর যুগলবন্দী ঘটাতে চলেছেন পরিচালক বিবেক চৌহান। ছবির নাম ‘বাপ’। মুখ্য চরিত্রে কারা থাকবেন তা ঠিক করে ফেলেছেন পরিচালক। রুপোলি পর্দায় এবার ধুম মাচাতে আসছেন মিঠুন চক্রবর্তী, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ এবং সানি দেওল একসঙ্গে। শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। গোটা ছবি জুড়ে থাকছে ভরপুর অ্যাকশন। বানিজ্যিক দিক থেকে দেখলে এই মুহূর্তে কিছুটা মুখ থুবড়ে পড়েছে বলিউড। ফ্লপ হচ্ছে একটার পর একটা ছবি। মনে করা হচ্ছে, এই মন্দার বাজারে ছবির বানিজ্যিক সাফল্যের কথা মাথায় রেখে এবং দক্ষিনী ছবির সঙ্গে টক্কর দিতে পরিচালকের এমন ভাবনা। একটা সময় এই চার অভিনেতা নিজেদের অভিনয় দক্ষতা দিয়ে কাঁপাতেন গোটা বলিউড। দর্শকের মনে তৈরি করেছেন একটা আলাদা জায়গা। এই চার অ্যাকশন হিরোই ছিলেন মহিলাদের হার্টথ্রব। পুরুষ ভক্তও কম ছিল না তাদের।
এবার এই চারমূর্তিকে একসাথে পর্দায় দেখতে পারবে তাদের ভক্তকুল। বলিউডে ছবিটি যথেষ্ট ভালো ব্যাবসা করবে বলেই আশা রাখছেন পরিচালক। মিঠুন চক্রবর্তী আর সঞ্জয় দত্ত সম্প্রতি ‘কাশ্মীর ফাইলস’ এবং ‘কে জি এফ চ্যাপ্টার ২’-এর জন্য দর্শক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। পাশাপাশি বাংলা ছবিতেও চুটিয়ে অভিনয় করছেন আমাদের দাদা। পরিচালক বিবেক চৌহানের বলিউডে এটি প্রথম হিন্দি ছবি। এর আগে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। তাঁর প্রথম ছবিতেই এই ডাকসাইটে চার অভিনেতা একসঙ্গে কী বাজিমাত করেন তা দেখার আগ্রহে দিন গুনছে ভক্তরা। জানা গিয়েছে, চারজনই নাকি খুবই উত্তেজিত নিজেদের পুরনো অবতারে ফিরে আসার জন্য।