Read Time:1 Minute, 5 Second
বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত । করোনা রিপোর্ট নেগেটিভ হোয়ার খবরও জানিয়েছিলেন ছিলি, কিছুটা স্বস্তিতেই ছিল তাঁর ফ্যান ফলোয়াররা । কিন্তু, এরই মধ্যে আরও এক দুঃখের খবর এল । সঞ্জয়ের ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে । ৬১ বছরের সঞ্জয় চিকিৎসার জন্য যেতে পারেন আমেরিকায় । মঙ্গলবার অভিনেতা নিজেই টুইট করে জানান, তিনি কয়েকদিনের জন্য কাজ থেকে বিরতি নিচ্ছেন চিকিতসার জন্যে । তাঁর পরিবার, তাঁর বন্ধু-বান্ধব সবাই তাঁর সঙ্গে আছে । পাশাপাশি তিনি তাঁর অসুস্থতা নিয়ে কাউকে চিন্তা অরতে বারন করেন এবং খুব তাড়াতাড়ি ফিরে আসার কথাও বলেন ।
