ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল সহ বহু রাজ্য । এম ভারত নিউজ

Mbharatuser

সভাবতই এই ভূমিকম্প ভয় ঢুকিয়ে দিয়েছে নেপালবাসীদের মধ্যে।

0 0
Read Time:1 Minute, 49 Second

গতকাল রাত ৮ টা ৫২ মিনিট নাগাদ লখনউ, পিথোড়াগড় সহ উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জেলাতে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯। উত্তরাখন্ডের ভারত-নেপাল সীমান্তে ভূ-পৃষ্টের প্রায় ১০ কিমি নীচে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। রাত ১ টার দিকে দিল্লি এবং তার আশেপাশের কিছু এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৩। ‘ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি’র তথ্য অনুসারে এটির কেন্দ্রস্থল তখন ছিল নেপাল এবং মনিপুরে। মিজোরাম এবং বিহারও বাদ পড়েনি ভূমিকম্পের হাত থেকে। আজ ভোর ৩ টা ৩০ মিনিট নাগাদ পুনরায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬। ভূমিকম্পের জেরে নেপালের একটি বাড়ি ভেঙ্গে পড়ে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। প্রত্যেকটি বাড়ির সদস্যরা ভয়ে বাড়ির বাইরে বেড়িয়ে আসেন। বেশ কয়েকটি জায়গায় পর-পর ৩ বার কম্পন অনুভূত হয়। বেশ কয়েক বছর আগে ভয়াবহ ভূমিকম্পে নেপাল প্রায় ধ্বংসস্তূপে পরিনত হয়েছিল। বহু বছর সময় লেগেছিল সেই রেশ কাটিয়ে উঠতে। তাই সভাবতই এই ভূমিকম্প ভয় ঢুকিয়ে দিয়েছে নেপালবাসীদের মধ্যে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আজ পাক বনাম নিউজিল্যান্ড, স্মৃতির পাতায় বিশ্বকাপ ১৯৯২ । এম ভারত নিউজ

১৯৯২-এর বিশ্বকাপের সেই ইতিহাস ফের তৈরি করতে পারবে কিনা সেটাই দেখার অপেক্ষায় বহু ক্রিকেট প্রেমী।

Subscribe US Now

error: Content Protected