সাত সকালে ঘুম থেকে উঠে বাঘদর্শন কোলাঘাটে !। এম ভারত নিউজ

Mbharatuser
1 0
Read Time:2 Minute, 7 Second

নিজস্ব সংবাদদাতা, পুর্ব মেদিনীপুর:– ভাইফোঁটার দিনে এবার কোলাঘাটে দেখতে পাওয়া গেল বিরল প্রজাতির বাঘ। জানা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বাবুয়া গ্রামে এক বিরল প্রজাতির বাঘের দেখা মিলেছে ইতিমধ্যেই। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশ ও বন দফতরের আধিকারিকরা। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ সকালবেলা পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বাবুয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। মুস্তাক হোসেন নামক এক ব্যক্তির বাড়িতে হঠাৎই আজ সকালে এক বিরল প্রজাতির বাঘের দেখা মেলে। জানা যাচ্ছে বাঘের মত দেখতে এই প্রাণীটি লম্বায় প্রায় ৩ ফুট। আজ সকালে ঘুম থেকে উঠে প্রথমে ঐ প্রানীটিকে দেখেন ভদ্রলোক নিজেই। তারপরে বড় ছেলেকে ডেকে পুরো ঘটনা খতিয়ে দেখার চেষ্টা করেন তিনি।এই ঘটনার খবর সামনে আসতেই আতঙ্কিত হয়ে বাড়ির দরজা-জানালা বন্ধ করে দেয় প্রত্যেকেই। ওদিকে এলাকায় ঢুকে পড়ায় ভয় পেয়ে যায় বাঘটিও । ফলে বাড়ির উঠোনে রাখা একটি স্কুটির নিচে ঢুকে পড়ে বাঘটি। ইতিমধ্যেই এই খবর জানাজানি হওয়ার মাত্র গোটা এলাকা থেকে বাঘটিকে দেখার জন্য সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন। ইতিমধ্যেই বনদপ্তরের কর্মী এবং পুলিশের তৎপরতায় ঐ বাঘটিকে উদ্ধার করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভয়াবহ অগ্নিকান্ড মহারাষ্ট্রের আহমদনগরের হাসপাতালে । এম ভারত নিউজ

ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো মহারাষ্ট্রের আহমদনগরে একটি হাসপাতাল। ওই হাসপাতালে আগুন লাগার জেরে ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’ (আইসিইউ)-এ থাকা অন্তত ১০ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, মুম্বই মহানগরী থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে আহমদনগরের সিটি সিভিল হাসপাতালে শনিবার ভোরে এই […]

You May Like

Subscribe US Now

error: Content Protected