শীতলকুচিতে ভোট দিতে গিয়ে মৃত চার । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 28 Second

বিধানসভা নির্বাচন ২০২১,চতুর্থ পর্যায় নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে সকাল থেকেই ।ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে আবহাওয়া। সরগরম রাজনীত, সকাল থেকে গণতান্ত্রিক অধিকারের সবচেয়ে বড় উৎসবে কোচবিহারের জোড় পাটকিতে বলি হয়েছেন ৪ জন । কোনও দলীয় সংঘর্ষ নয় ,জানা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে চারজনের । শীতলকুচির জোড় পাটকিতে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী , সূত্রের খবর অনুসারে জানা গেছে শীতলকুচির ১২৬ নং বুথের বাইরে গুলি চালানো হয়েছে ।জানা গেছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এসে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ৪ জনের৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠে এসেছে ৷ তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে নিহতরা তৃণমূলের সমর্থক।

ওদিকে এই ঘটনার প্রেক্ষিতে জরুরী রিপোর্ট তলব করে পাঠালো নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছে ‘অ্যাকশন টেকেন’ রিপোর্ট জমা দিতে হবে এই ঘটনার জন্য। ইতিমধ্যেই মাথাভাঙা হাসপাতালে নিয়ে আসা হয়েছে তিনটি মৃতদেহ। হাসপাতালে ভিড় তৃণমূল কর্মী-সমর্থকদের। ওদিকে সকালবেলায় কোচবিহারের শীতলকুচিতে মৃত্যু হয়েছে একজন ১৮ বছর বয়সী যুবকের ।জীবনের প্রথম গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এসে মৃত্যু হয়েছে যুবকের । যেখানে মৃতের পরিবারের তরফ থেকে জানানো হয়েছিল তাঁরা প্রত্যেকে বিজেপি সমর্থক হওয়ায় ,তৃণমূল হার্মাদরা আনন্দের ওপর গুলি চালিয়েছে ফলে মৃত্যু হয়েছে ১৮ বছর বয়সী আনন্দ বর্মনের। চতুর্থ দফা নির্বাচনী প্রক্রিয়ার শুরু হওয়ার পরই বেলা বারোটা বাজতে না বাজতেই সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসবের বলি হতে হলো মোট ৫ জনকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

লালগ্রহে প্রথমবার উড়ানের জন্য তৈরি হেলিকপ্টার ইনজেনুইটি । এম ভারত নিউজ

মঙ্গলের আকাশে ওড়ার জন্য একেবারে তৈরি হয়ে গেছে নাসার তৈরি হেলিকপ্টার ইনজেনুইটি।আগামী ২ দিনের মধ্যেই উড়বে হেলিকপ্টার। ইতিমধ্যেই তার প্রাথমিক পরীক্ষা হয়ে গিয়েছে।গত রাতেই তাঁরা ৫০ RPM স্পিন করেছেন। কপ্টারের ব্লেডগুলি খুব ধীরে ও সতর্কভাবে পরীক্ষা করে দেখা হয়েছে সেগুলি কতটা হাওয়া কাটতে সক্ষম। নাসার দীর্ঘ প্রচেষ্টার পর এই সফলতার […]

Subscribe US Now

error: Content Protected