0
0
Read Time:1 Minute, 4 Second
ঘটনা নেদারল্যান্ডের । ঠিক সিনেমায় যেমনটা ঘটে তেমনটাই । নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে শেষ স্টেশনে এসেও না থেমে প্রচণ্ড গতিতে ধাক্কা মেরে পাঁচিল ভেঙে বাইরে বেরিয়ে আসে একটি মেট্রো । আশ্চর্যজনকভাবে ট্রেনের সামনের দিকের বগিটি আটকে যায় একটি তিই মাছের লেজে । ফলে বিশাল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি । যাত্রীদেরও বাঁচানো সম্ভব হয়েছে । প্রাচীর ভেঙে বাইরে বেরিয়ে এসে ট্রেনটি যখন শূন্যে ভাসছিল ঠিক সেই মুহূর্তে সামএ থাকা একটি তিমি মাছের মূর্তির লেজে গিয়ে আটকে যায় মেট্রোর সামনের অংশটি আর তাতেই রক্ষে । একেবারে ইংরাজি সিনেমার নায়কের মত কাজ করেছে এই মূর্তিটি ।