
নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ বামেদের দীর্ঘদিনের দাবি মতো নেতাজির জন্মদিবসে জাতীয় ছুটিও ঘোষণা হয়নি। ঘোষণা হয়নি দেশপ্রেম দিবসেরও। হাওড়ার জগৎবল্লভপুরে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি উন্মোচনে গিয়ে এমনই অভিযোগ তুললেন ফরোয়ার্ড ব্লকের রাজ্য সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়।
আগামী ২৩ জানুয়ারি সারা দেশজুড়ে পালিত হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস। এলাকার বাসিন্দাদের দাবি মেনে জগৎবল্লভপুর ফরোয়ার্ড নেতৃত্বের উদ্যোগে এই জন্মদিবস পালনকে সামনে রেখে বুধবার সদর হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার জুজারসাহা নেতাজি পার্ক এলাকায় নেতাজির আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়।

এদিন আবক্ষ মূর্তিতে মাল্যদান,পুষ্পার্ঘ্য প্রদান,দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ফরোয়ার্ড ব্লকের রাজ্য সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন সদর হাওড়া ফরোয়ার্ড ব্লকের জেলা সম্পাদক অরুন পাল,জেলা ফরোয়ার্ড ব্লক নেত্রী ডলি রায় সহ অন্যান্যরা।
এদিন সভামঞ্চ থেকে রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, ” আজও ইতিহাসের পাতা খুললেই গান্ধিজী,নেতাজি, ক্ষুদিরাম বসু,ভগৎ সিংয়ের নাম বরবর হরফে লেখা থাকলেও একজন মহান বিপ্লবী নেতাজি আজ এদেশে রাজনীতির স্বীকার”। এরপরই তিনি বলেন, “বামেদের দীর্ঘদিনের দাবি মতো আজও নেতাজির জন্মদিবসে জাতীয় ছুটিও ঘোষনা হয়নি। আশাকরি কেন্দ্রীয় সরকারের শুভ বুদ্ধির উদয় হবে”।

অন্যদিকে, কয়েকদিন ধরেই নেতাজির জন্মদিবসকে পরাক্রম দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এদিকে, বাঙালির ভাবধারাকে সম্মান জানিয়েই দেশনায়ক দিবস বলে দিনটি-কে পালন করা যেতে পারত বলে মত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যুক্তি হিসেবে তিনি বলেছেন, বাঙালি নেতাজিকে দেশনায়ক হিসাবে সম্মান করে এবং দেশনায়ক মানে হল দেশপ্রেমিক। সেক্ষেত্রে পরাক্রম শব্দটা কতটা নেতাজির দর্শনের সঙ্গে যায় তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।