ডেল্টা ভ্যারিয়েন্টকে কাঁধের ওপর বসিয়ে চলছে উইকেন্ড পার্টি ! করোনা সংক্রমণের মাঝেই করোনা বিধিকে উপেক্ষা করে রাতভর পার্টি চলল পার্ক স্ট্রিটের পার্ক হোটেলে। গতকাল রাত্রে উইকেন্ড পার্টি চলে ওই হোটেলে ।গোপন সূত্রে খবর পেয়ে পাঁচতারা হোটেলে হানা দিয়েছিল কলকাতা পুলিশ। জানা যায় তিনজন আইপিএসের তত্ত্বাবধানে প্রায় ৫০ জনের একটি দল তল্লাশি অভিযান চালিয়ে ওই স্থান থেকে প্রায় ৩৭ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন।
জানা যায় এই অভিযান চালিয়ে পুলিশ তরফে বাজেয়াপ্ত করা হয়েছে মার্সিডিজ বেন্স সহ কিছু দামি গাড়ি। গাড়ি গুলি বাজেয়াপ্ত করার সময় সরকারি কাজে বাঁধা দেওয়ার চেষ্টা করেন তাঁরা। যার ফলে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন এবং সরকারি আধিকারিকের কাজে অসহযোগিতা এবং বাধা দেওয়ার কারণে তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয় পুলিশের তরফে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশকিছু মোবাইল ,ডিজেবক্স। এছাড়াও এখনও পর্যন্ত পুলিসের হাতে এসেছে গাঁজা, মদ। ইতিমধ্যেই পুলিশের তরফে এবার হোটেলের সেই মুহূর্তের গেস্ট লিস্ট খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি গোপন সূত্রে জানা গেছে শুধু গতকালই নয় ,দীর্ঘদিন ধরেই চলছে এই পার্টি। ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে পুলিশের তরফে। পাশাপাশি আজই আদালতে তোলা হবে সমস্ত ধৃতদের।