আন্দোলনের মধ্যেই প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি পর্ষদের । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 20 Second

রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ২০১৪ ও ২০১৭ সালে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের অগ্রাধিকার দিতে হবে এই দাবিতে করুণাময়ীতে আন্দোলন চালাচ্ছিলেন প্রার্থীরা। বৃহস্পতিবার রাতে পুলিশ জোর করে করুণাময়ী থেকে চাকরিপ্রার্থীদের সরিয়ে দেয়, এরপরই রাজ্যজুড়ে টেট প্রার্থীদের সমর্থনে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। এরই মাঝে রাজ্যের পর্ষদ প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল। রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ মোট ১১ হাজার ৭৬৫টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি জারি করে। প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজ বিকেল চারটে থেকে ১৪ই নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, চল্লিশ বছরের নীচে টেট উত্তীর্ণরা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। ২০১৪, ২০১৭ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আবেদন ছিল এতদিন ধরে নিয়োগ প্রক্রিয়া না হওয়ায় অনেকের বয়স চল্লিশ পার হয়েছে তাই তাদের বসার সুযোগ দিতে হবে এবং ইন্টারভিউ ছাড়া তাঁদের নিয়োগ করতে হবে অথবা তাঁদের অগ্রাধিকারও দিতে হবে। অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের দাবিতে অনড় থেকেই টেট উত্তীর্ণ প্রার্থীদের দাবিকে মান্যতা দিল না। ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণরাও আবেদনের সুযোগ পাবে কিন্তু তাদের বয়স হতে হবে চল্লিশের মধ্যে৷ এখন দেখার এই পরিস্থিতিতে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

প্রায় ৭৫ হাজার প্রার্থীর হাতে নিয়োগ পত্র তুলে দিলেন মোদি ৷ এম ভারত নিউজ

নরেন্দ্র মোদি এবার একসঙ্গে প্রায় ৭৫ হাজার চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন। দিল্লিতে রোজগার মেলার সূচনা করেন নরেন্দ্র মোদি এবং সেখানেই তিনি দেশের বিভিন্ন প্রান্তের ৭৫ হাজার ২২৬ জন নির্বাচিত চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন । এই প্রার্থীরা কেন্দ্রের ৩৮ টা মন্ত্রক ও দপ্তরের বিভিন্ন স্তরে যোগ দেবেন। এ’দিন প্রধানমন্ত্রী […]

You May Like

Subscribe US Now

error: Content Protected