গত কয়েক দিন ধরেই ,উত্তপ্ত উপত্যকা। বারংবার জঙ্গি হামলার জফলে এবার ,এদের মাথা খুঁজতে তৎপর হল জাতীয় তদন্তকারী সংস্থা । জঙ্গী হামলার পেছনে বিপুল পরিমাণ অর্থের আর্থিক লেনদেনের হোদিশ পেল পুলিশ। আর এবার সেই সূত্র ধরেই, জঙ্গিদের তল্লাশি অভিযানে নামল জাতীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই তদন্তকারী সংস্থার শীর্ষ পুলিশের নেতৃত্বে তল্লাশি অভিযান চালানো হয়েছে উপত্যকার বেশ কিছু স্থানে। মূলত যে সমস্ত এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়েছে সেগুলি হল, শ্রীনগর, অনন্তনাগ, বারামুল্লা ।

প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক সপ্তাহ ধরেই সীমান্ত এলাকাগুলোতে ড্রোন হামলার কারণে উত্তপ্ত উপত্যকা। জানা যায় জম্মু বিমানঘাঁটিতে হামলার পর থেকেই, বেশ কয়েকবার তল্লাশি অভিযান চালিয়ে মোট ১০ জন জঙ্গিকে নিহত করেছে ভারতীয়
সেনা। ইতিমধ্যেই সরকারি তদন্তকারী সংস্থার তরফ থেকে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও শুরু করা হয়েছে জিজ্ঞাসাবাদ। জানা যায় জম্মু-কাশ্মীর সরকারের তরফ থেকে ১১ জন সরকারি কর্মচারীকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে , জম্মু কাশ্মীরের জঙ্গি হামলায় মদদ দেওয়ার কারণে। এরমধ্যে মোস্ট ওয়ান্টেড জঙ্গি সইদ সালাহুদ্দিনের দুই ছেলেও রয়েছে।