আমেরিকার কংগ্রেসে বক্তৃতা দিলেন নরেন্দ্র মোদী, কী বললেন প্রধানমন্ত্রী? এম ভারত নিউজ

admin

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ঐতিহাসিক ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

0 0
Read Time:3 Minute, 8 Second

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ঐতিহাসিক ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্ক, আন্তর্তজাতিক অর্থনীতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অন্যান্য আন্তর্জাতিক চ্যালেঞ্জ-সহ বিভিন্ন প্রাসঙ্গিত বিষয় উঠে এসেছে তাঁর বক্তৃতায়। ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যতের বিষয়েও তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষণের মাঝে মার্কিন আইনপ্রণেতাদের দেখা যায়, করতালি দিয়ে, উঠে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করতে। এমনকি, ওঠে মোদী-মোদী স্লোগানও। এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসের যৌথ অভিবেশনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। বিশ্বের হাতে গোনা নেতার এই সুযোগ হয়েছে। এর জন্য নিজেকে ভাগ্যবান বলেন প্রধানমন্ত্রী মোদী।

আমেরিকার কংগ্রেসে বক্তৃতা করার সময় মোদী বলেন, “সাত বছর আগেও আমি এখানে দাঁড়িয়েছিলাম। গত সাত বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখন আমরা যুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। নতুন সময়ের বিষয়টি মাথায় রেখে ভারতের হয়ে কথা বলতে এসেছি। আমেরিকার সঙ্গে দীর্ঘ পথ অতিক্রম করে ভারত বন্ধুত্বের পরীক্ষায় সফল হয়েছে। আরও গভীর হয়েছে ভারত এবং আমেরিকার মধ্যে বন্ধুত্ব”।

ভারতীয় অর্থনীতির উন্নতির প্রসঙ্গ টেনে মোদী বলেন, “আমি যখন প্রধানমন্ত্রী হিসাবে প্রথম আমেরিকা এসেছিলাম, তখন বিশ্বে দরবারে ভারতের অর্থনীতি ছিল দশম স্থানে। আজ ভারত পঞ্চম স্থানে দাঁড়িয়ে। খুব শীঘ্রই ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে। ভারতের যখন উন্নতি হয়, তখন সারা বিশ্বের উন্নতি হয়।” তবে মোদী স্পষ্ট করেছেন, পরিবেশ এবং বিশ্বের প্রতি দায়িত্বশীল থেকেই ভারতের অগ্রগতি হচ্ছে। কোনও ভাবেই পরিবেশের ক্ষতির বিনিময়ে উন্নতির সমর্থন করে না ভারত। তাঁর কথায়, “ভারত বিশ্বের প্রতি দায়িত্বশীল। ভারতীয় সংস্কৃতি গভীর ভাবে পরিবেশ এবং আমাদের গ্রহকে সম্মান করে। আমাদের দৃষ্টিভঙ্গি সমগ্র গ্রহের উন্নতি এবং সমৃদ্ধির পক্ষে।”

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ছবি মুক্তির আগেই জমির মালিক শাহরুখ কন্যা সুহানা। এম ভারত নিউজ

মুম্বই থেকে অনেকটা দূরে আলিবাগে পরপর তিনটি বিলাসবহুল বাংলো কিনলেন সুহানা।

Subscribe US Now

error: Content Protected